দিদারুল আলম দিদার , দূরবীণ নিউজ :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য নানা সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেইসবুক ভিত্তিক সংগঠন লিজেন্ড গ্রুপ ১৭’শ মানুষের মাঝে ১৫’মে এক বেলা রান্না করা খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবে লিজেন্ড গ্রুপ।
আগামী শুক্রবার (১৫ মে) “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ বাংলাদেশ”- লিজেন্ড গ্রুপ এর উদ্যোগে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১৭’শ জন অসহায় ছিন্নমূল পথশিশু, বৃদ্ধ অভুক্ত মানুষের মধ্যে এক বেলা খাবার বিতরন করা হবে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেজ ঈদ উপহার হিসেবে বিতরণ করা হবে। সংগঠনটির অন্যতম এডমিন শাহ্ মোয়াজ্জেম মিলন দেশ সংবাদ’কে আজ তাদের এ উদ্যোগের কথা জানান।
তিনি জানান, কুমিল্লা শহরে ১০০ জনকে প্যাকেজ নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী এবং নারায়ণগঞ্জ জেলায় ৫০০ জনকে এক বেলা খাবার বিতরণ করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক শুধুমাত্র যোগাযোগই বাড়ায় না, এর মাধ্যমে গড়ে তোলা যায় একটি সুন্দর মননশীল প্ল্যাটফর্ম। তাই প্রমাণ করলো বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ বাংলাদেশে” -লিজেন্ড গ্রুপ ।
এক বেলা খাবার বিতরণ কর্মসূচিটি ঢাকার পান্থপথ এ উদ্বোধন করার পর ঢাকা এর মিরপুর, মোহাম্দপুর, ধানমন্ডি, উত্তরা, শান্তিনগর, যাত্রাবাড়ী, সাভার এবং নারায়ণগঞ্জে এক যোগে পরিচালিত হবে। ঢাকার বিভিন্ন এলাকায়/এরিয়ায় আমাদের স্বেচ্ছাসেবী বন্ধুরা এই কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করবে।
“এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ বাংলাদেশ” গ্রুপ এর পক্ষ থেকে ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, আলমডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, বরিশাল জেলা সহ অন্তত ৪০ টি জেলায় ১০ হাজার এর উপর অসহায় মানুষের কে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয়া হয়েছে।
চলমান কার্যক্রমে সংগঠনটি আগামী সপ্তাহে কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ জেলা এবং সাভার থানায়ও সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।
করোনাভাইরাস সংক্রমণ জনিত দেশ ও জাতির সংকটকালীন পরিস্থিতিসহ যে কোন দূর্যোগে লিজেন্ড গ্রুপ এর সাহায্য ও সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তাছাড়াও ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষায় উন্নত মানের N95 মাস্ক ও গ্লাভস হস্তান্তর করা হয়।
সংগঠনটি সবসময়ই সারাদেশে তাদের জনসচেতনতামূলক এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান মিলন। # কাশেম