দূরবীন নিউজ প্রতিবেদক:
কারা অধিদপ্তরের উপ মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতি অভিযোগে গ্রেফতার করেছে দুদক।
রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে ডিআইজি বজলুর রশীদকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। আগামী কাল সোমবার ডিআইজি বজলুর রশীদকে আদালতে হাজির করার কথা রয়েছে।
জানা যায়, দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এ ডিআইজি বজলুর রশীদের বিরুদ্ধে একটি মামলা করেন । আর ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী ওই টাকা তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই জিজ্ঞাসাবাদ পর্যায়েই বজলুর রশীদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর সিদ্ধেশ্বরীতে রূপায়ণ হাউজিং এস্টেটের স্বপ্ন নিলয় প্রকল্পে ২ হাজার ৯৮১ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি। দাম ৩ কোটি ৮ লাখ। ২০১৮ সালের এপ্রিলে বুকিং দিয়ে এরই মধ্যে পুরো টাকাই পরিশোধ করেছেন তিনি। অথচ এই লেনদেনের বিষয়টি তার আয়কর নথিতে নেই। একই সঙ্গে এর বৈধ কোনো উৎসও তিনি দেখাতে পারেননি। তাই তাঁর বিরুদ্ধে মামলা করেই তাঁকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বজলুর রশীদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টা থেকে বজলুর রশীদ ও তাঁর স্ত্রী রাজ্জাকুন নাহারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তিনি ফ্ল্যাটের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। # একে