দূরবীণ নিউজ প্রতিবেদক
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন চার সদস্যের এক প্রতিনিধি দল ।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রোববার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৪টায় তারা যমুনায় আসেন জামায়াতের নেতারা।
জামায়াতে প্রতিনিধি দলের অপর ৩ সদস্য হলেন- সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুরে জানানো হয় বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক হবে। সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ৬টায় এনসিপি বৈঠকে অংশগ্রহণ করবে।
#