দূরবীন নিউজ প্রতিবেদক :
অভিযোগের অনুসন্ধান ও তদন্তে ইলেকট্রনিক ডিভাইসসমূহ সাক্ষ্য হিসেবে ব্যবহারে অফিস আদেশ অনুসরণ করার বিষয়টি দুদক কর্মকর্তাদের মনে করিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে অভিযোগের অনুসন্ধান ও তদন্ত নিয়ে কমিশনের ২৫ জন কর্মকর্তার প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠঅনে প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব এই বিষয়টি উল্লেখ করেন।
সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কাজে এর প্রয়োগ করতে হবে। এর ফলে মামলার মানসম্পন্ন চার্জশিট হবে এবং সাজার হারও বৃদ্ধি পেতে পারে।
তিনি বলেন অপরাধীরা নতুন নতুন কৌশল প্রয়োগ করবে তাদেরকে দমন করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। #