শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

হাতিরঝিলে কথিত দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী মিশু ফের ২ দিনের রিমান্ডে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর হাতিরঝিলে কথিত প্রাইভেটকার দুর্ঘটনায় গৃহবধু ঝিলিক আলমের (২৩) মৃত্যুর মূলরহস্য উদঘাটনে নিহতের স্বামী সাকিব আলম মিশুকে তিনদিনের রিমান্ড শেষে পুনরায় দুই দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে আসামিকে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে আরো ১০ দশ দিনের রিমান্ডের আবেদন জানান গুলশান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস আলম। পরে শুনানি শেষে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় দুই দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

এই হত্যা মামলার পাঁচ আসামির মধ্যে অপর চারজন কারাগারে আছেন। তারা হলেন- ঝিলিকের শ্বশুর জাহাঙ্গীর আলম, শাশুড়ি সাঈদা আলম, দেবর ফাহিম আলম ও বাসার ম্যানেজার আশিশ।

এর আগে গত ৪ এপ্রিল ওই মামলায় আসামি সাকিব আলম মিশুসহ পাঁচজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ওইদিন মামলার প্রধান আসামি মিশুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড এবং অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামি মিশুর বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর পরদিকে চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শনিবার (৩ এপ্রিল) ঝিলিক আলম নামের ওই নারীর রহস্যজনক মৃত্যু হয়। আর এই ঘটনায় গুলশান থানায় মামলা করেন তার নিহতের মা তহমিনা হোসেন আসমা। মামলার আসামিরা হলেন- নিহত ঝিলিকের স্বামী সাকিব আলম মিশু, দেবর ফাহিম আলম, শাশুড়ি সায়িদা আলম, শ্বশুর জাহাঙ্গীর আলম এবং বাসার ম্যানেজার আশিশ।

অভিযোগে প্রকাশ, ২০১৮ সালের প্রথম দিকে সাকিব আলম মিশুর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নিহত ঝিলিক আলমের। পরে প্রেমের সম্পর্কে জড়ায় তারা। মিশু বাবা-মায়ের কাছে পছন্দের বিষয়টি জানালে তারা ঝিলিকের পরিবার সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিয়েতে অমত দেন।

কারণ, ঝিলিক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সাকিব আলম মিশুর পরিবার গুলশান-২-এর স্থায়ী বাসিন্দা। আর ঝিলিকের পরিবার মোহাম্মদপুরের তাজমহল এলাকায় ভাড়া বাসায় থাকেন।

তাই আর্থিকভাবে সচ্ছল হওয়ায় সাকিবের পরিবার ‘গরিব পরিবারের মেয়ের সঙ্গে’ ছেলের বিয়ে মেনে নিতে পারেননি। সাকিব তাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন তার পরিবারকে।

একপর্যায়ে ছেলের জেদের কাছে হার মানেন তারা। ২০১৮ সালের সেপ্টেম্বরে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। বিয়ের পর মিশুদের বাড়িতেই ওঠেন ঝিলিক। কয়েক মাস তারা ভালোই ছিলেন। ২০২০ সালের শুরুর দিক থেকে শুরু হয় অশান্তি।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12