শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দল ফরিদপুর আহবায়ক কমিটি, হবিগঞ্জে ১০টি ইউনিট কমিটি অনুমোদন

বিশেষ প্রতিনিধি, দূরবীন নিউজ:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল ফরিদপুর মহানগর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম এবং হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে হবিগঞ্জ জেলার ১০টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলার সভাপতি মোঃ জহিরুল হক শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ এসব ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলরে দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এসবতথ্য জানানো হয়ছে।

   স্বেচ্ছাসেবক দল ফরিদপুর মহানগর শাখার আহবায়ক কমিটি:

আহবায়ক : মোঃ হাসানুর রহমান মৃধা, সদস্য সচিব: আবু সাইদ ইয়াদ তন্ময়। যুগ্ম আহবায়ক-১. মোঃ আশরাফুল হক বুলেট ২. শেখ সুলতান মাসুদ ৩. মাফজুর রহমান সবুজ ৪. নাইমুল হাসান টিপু ৫. ফরহাদ হোসেন ৬. সাজ্জাদ হোসেন বাবু ৭. দেলোয়ার হোসেন মতিন ৮. ইয়াকুব শেখ ৯. আরিফ হোসেন ১০. মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

ঘোষিত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে সমন্বয় করে অধীনস্থ উপজেলা ও পৌর ইউনিট সমূহে কর্মীসভা করে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো ।
হবিগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি:

১.চুনারুঘাট উপজেলা : আহবায়ক : এজাজ ঠাকুর চৌধুরী, সদস্য সচিব : মোঃ আব্দুল মান্নান রুমন। যুগ্ম আহবায়ক-১.শামীম তালুকদার ২. দেলোয়ার হোসেন কবির ৩.মোঃ কামাল হোসেন ৪. মোঃ আবু আব্দুল­াহ ৫. আজমান হোসেন ৬. ফখরুল হাসান মোহিত ৭. মওদুদুল হাসান মুওদুদ ৮. শাহ মোঃ রাজিব ৯. শামীম চৌধুরী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

২.চুনারুঘাট পৌর : আহবায়ক : মোঃ মীর হোসেন, সদস্য সচিব : কাওছার আলম খান। যুগ্ম আহবায়ক-১.সুমন মিয়া ২. মোঃ সোহেল মিয়া ৩.শহিদুল ইসলাম দিপু ৪. মোঃ আব্দুল মালেক সৌরভ ৫. মোঃ আব্দুল­া হাসান তুহিন ৬. ইকবাল খান ৭. তৌফিক তালুকদার ৮. নোমান খান ৯. মিশন মজুমদার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৩.শায়েস্তাগঞ্জ উপজেলা : আহবায়ক : জাহিদ আহমেদ সুহেল, সদস্য সচিব : মোঃ কামরুজ্জামান মিলন। যুগ্ম আহবায়ক-১.মোখলিছুর রহমান ২. রকিবুল হাসান নওশাদ ৩.মোঃ কামরুল ইসলাম ৪. সালেক আহমেদ ৫. মিজানুর রহমান বাদশা ৬. মফিজুল ইসলাম মাহফুজ ৭. হাজী জামাল আহমেদ ৮. নিজাম উদ্দিন ৯. মতিউর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৪.শায়েস্তাগঞ্জ পৌর : আহবায়ক : রাসেল আহমেদ রাফেল, সদস্য সচিব : আল শাহিন। যুগ্ম আহবায়ক-১. ঘাবিবুর রহমান জাবেদ ২. জাহির আহমেদ সজল ৩.নূরুল ইসলাম ৪. রায়হান আহমেদ ৫. এবাদুর রহমান সুমন ৬. তুহিন আহমেদ ৭. গাইমন আহমেদ ৮. নাজমুল হোসেন ৯. শামছুল হক রাজীব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৫.মাধবপুর উপজেলা : আহবায়ক : সাইফুল আলম চৌধুরী, সদস্য সচিব : ফরিদুর রহমান। যুগ্ম আহবায়ক-১.মোঃ আল আমিন ইসলাম ২. মোঃ মনিরুল ইসলাম ৩.মোঃ কাওছার আহমেদ ৪. জহিরুল ইসলাম সিয়াম ৫. শেখ মহিবুল তানিম ৬. মোঃ বাবুল আহমেদ ৭. সৈয়দ নাজমুল হাসান ৮. মোঃ শাখাওয়াত হোসেন জনি ৯. মোঃ গাজিউর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৬.মাধবপুর পৌর : আহবায়ক : মোঃ আলমগীর কবির , সদস্য সচিব : মোঃ রুবেল খাঁন। যুগ্ম আহবায়ক-১.মোঃ রাসেল আহমেদ ২. মোঃ মাসুদ খাঁন ৩.মোঃ জিয়াউর রহমান ৪. মোঃ আব্দুল কাইয়ুম ৫. রাজিব বিশ্বাস রাজু ৬. মোঃ ফারুক মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৭.নবীগঞ্জ উপজেলা : আহবায়ক : জোসেফ বখত চৌধুরী, সদস্য সচিব : আলী আহমেদ রুমান। যুগ্ম আহবায়ক-১.শাহ রুহেল আহমেদ ২. মোঃ শামছুজ্জামান ৩.সৈয়দ মোজাহিদ আলী ৪. সৈয়দ মাহবুব আহমেদ সুমন ৫. মোঃ আলামিন তালুকদার ৬. শহিদুল ইসলাম তালুকদার ৭. শাহ এখলাছ আহমেদ ৮. মোঃ তাহের আলী ৯. মোঃ জসিম উদ্দিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৮.নবীগঞ্জ পৌর : আহবায়ক : ছায়াদ আহমেদ, সদস্য সচিব : মোঃ হুমায়ুন আহমেদ। যুগ্ম আহবায়ক-১.কেষ আলিফ উদ্দিন ২. রাকিব হোসেন ৩.মকবুল হোসেন চৌধুরী ৪. সাজু আহমেদ ৫. মোঃ আমিন মিয়া ৬. এটি এম জাকিরুল ইসলাম ৭. ইব্রাহিম আহমেদ ৮. কামরুল ইসলাম ৯. মোঃ শাহ আলম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৯.বানিয়াচং দক্ষিন : আহবায়ক : এম এ সালাম চৌধুরী, সদস্য সচিব : শেখ কাওছার আহমেদ বিশাল। যুগ্ম আহবায়ক-১.শেখ জিয়াউর রহমান ২. এনসুর আহমেদ ( লকুজ ) ৩.কাজী এনামুল হক ৪. হাফেজ নুরুদ্দিন ৫. মহিবুর রহমান ( নয়ন ) ৬. আফজাল হোসেন ( ভূইয়া ) ৭. নাঈম চৌধুরী ৮. আলামিন চৌধুরী ৯. মোঃ কারিমুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

১০.লাখাই উপজেলা : আহবায়ক : মশিউর রহমান চৌধুরী সাচ্চু, সদস্য সচিব : মিয়া মোঃ লায়েছ। যুগ্ম আহবায়ক-১.শরিফুল ইসলাম বাদশা ২. আহমেদ সোহেল রানা ৩.জিহাদুল ইসলাম জিহাদ ৪. শওকত আলী ইমন ৫. মোঃ মিজানুর রহমান ৬. মোঃ সাইফুল ইসলাম মোশারফ ৭. নাজমুল হুদা তালুকদার ৮. খাইরুদ্দিন আহমেদ স্বাধীন ৯. মোঃ মীর জুয়েল মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীন্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।
/এডিজেড/ একে /দূরবীন নিউজ

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12