শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

সৌদি এয়ারলাইন্সের টিকেটের জন্য প্রবাসীদের প্রচন্ড ভীড় বেড়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক:

রাজধানীর কাওরানবাজার এলাকায় সোনারগাঁ হোটেলের সামনে সৌদি এয়ারলাইন্সের টিকেটের জন্য কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভোর থেকে অপেক্ষা করছেন। বিমানের টিকেট পাবার অনিশ্চয়তা পড়েছেন তারা। সৌদি প্রবাসীদের ভীড় ক্রমেই বাড়ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেন তারা। টিকেট পাবার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ বাড়াতে আজ সকালে তারা হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রবাসীরা।
সড়ক অবরোধের ফলে কারওরান বাজার ও বাংলামোটরের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আধাঘণ্টা পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, টিকিট বিতরণের জন্য এরইমধ্যে সিরিয়াল ঘোষণা করা হয়েছে। তবুও নির্ধারিত তারিখের টিকিটধারী ছাড়াও অন্য যাত্রীরা ভিড় করেছেন।

টোকেন নম্বর অনুসারে টিকিট বিতরণ করার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের গত ২৪ সেপ্টেম্বর টিকিট দেওয়া হয়। ২৫ সেপ্টেম্বর ৫০১ থেকে ৮৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হয় । আজ শনিবার ২৬ সেপ্টেম্বর ৮৫১ থেকে ১২০০ নম্বর সিরিয়ালের টোকেনধারীদের দেওয়া হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য ২৬ সেপ্টেম্বর (আজ) ঢাকা-জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানানো হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12