শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

সেতুমন্ত্রীর মন্তব্য. জনগণের প্রতি বিএনপির আস্থা নেই

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। তাই বিএনপির নেতারা বিদেশিদের কাছে নালিশ করছে।

বিএনপির দুই মেয়রপ্রার্থীর সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ‘অনিয়ম’ বিদেশি কূটনীতিকদের অবহিত করা প্রসঙ্গে এ মন্তব্য করেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি এখন রাজনীতিতে দেউলিয়া অবস্থায় নিপতিত হয়েছে। এখন একটা কিছু হলে বিদেশিদের কাছে নালিশ করাই তাদের একমাত্র অবস্থান।

তারা সভা সমাবেশ করে জনগণকে নালিশ না জানিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। এতে প্রমাণিত হয় দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। তাই বিদেশিদের কাছে তাদের নালিশ বাড়ছে।’

আরেক প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন লাথি মেরে সরকারকে বের করে দেবেন। এরকম ভাষায় তিনি এ কথা বলতে পারেন? আমরা যারা রাজনীতি করি তারা প্রতিপক্ষকে আক্রমণ না করে যৌক্তিক ভাষা ব্যবহার করব।’

মুজিব বর্ষের ক্ষণ গণনার অনুষ্ঠানে দাওয়াত পেয়েও না আসায় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তারা আসলে শুভ বোধের পরিচয় দিতে পারতেন। রাজনীতিতে সৌজন্য বোধটা থাকা দরকার।’

‘তারা (বিএনপি) সবকিছুতেই মানি না, মানব না। তাদের পক্ষে রায় না গেলে আদালত ও আইনও মানেন না তারা,’ যোগ করেন তিনি। # সূত্র : ইউএনবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12