বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : সভাপতিসহ ৬টিতে আওয়ামী লীগ আর সম্পাদকসহ ৮টিতে বিএনপি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুপ্রিম কোর্ট (বার) আইনজীবী সমিতির নির্বাচনে (২০২০- ২০২১) সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন)সহ ৬টি পদে বিজয়ী আর সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ৮টি পদে বিজয়ী হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ
এই ফলাফল ঘোষণা করেন। এর আগে টানা দুই দিনব্যাপী ( ১১ ও ১২ মার্চ) ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল তৈরি করেন।

এতে সভাপতি পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে সম্পাদক পদে এবার নতুন প্রার্থী নির্বাচিত হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সুপ্রিম কোর্ট বার’এর কার্যনির্বাহী কমিটির ১৪ পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থকরা ৬টি এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা ৮টি পদে বিজয়ী হয়েছেন।

সর্বোচ্চ আদালতে আইনজীবী প্রতিনিধি নির্বাচন করতে সাত হাজার ৭৮১ ভোটারের মধ্যে ৫ হাজার ৯৪১ জন ভোট দেন। এর মধ্যে সভাপতি পদে এ এম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট। তার নিকটতম অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট।

সরকার সমর্থক প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. মনিরুজ্জামান, সহ-সম্পাদক পদে মোহাম্মদ ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ মশিউর রহমান।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. আব্দুল জব্বার ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এই প্যানেল থেকে সদস্য হিসেবে মার-ই-আম খন্দকার, আমিরুল ইসলাম খোকন, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম টুটুল, মোহাম্মদ মহসিন কবির এবং মোহাম্মদ শরিফ উদ্দিন রতন নির্বাচিত হয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সরকার সমর্থক সাদা প্যানেলের অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। সম্পাদক পদে বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12