শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

শ্রমিকদের চাঁদাবাজি প্রতিরোধ খেয়াল রাখতাম: মন্নুজান সুফিয়ান

দূরবীণ নিউজ প্রতিবেদক:

১৯৭৩ সাল থেকেই আমি আওয়ামী লীগ করি, শ্রমিক নেতৃত্ব থেকে উঠে এসেছি৷ সেই সময়েই শ্রমিকেরা যেনো চাঁদাবাজি না করতে পারে আমরা খেয়াল রাখতাম। মনিটরিং করার জন্য বিশেষ বিভাগীয় প্রতিনিধি থাকতো।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আইইবি কাউন্সিল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে “উন্নত বাংলাদেশের রূপকার, সারা বিশ্বের বিস্ময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা” শীর্ষক আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই সব কথা বলেন।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শেখ হাসিনার রাজনৈতিক দুরদর্শিতা এবং চিন্তা চেতনায় আধুনিক। আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই আমরা বুঝতে পারি। শেখ হাসিনা বাঙ্গালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন যেমনি ভাবে বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তি চেয়েছেন। বঙ্গবন্ধু প্রথমে অর্থনৈতিক মুক্তির সাথে সাথে স্বাধীনতাও চেয়েছেন। বঙ্গবন্ধু অনেক ভাগ্যবান ছিলেন যে তার চারজন সহচর ছিল যাদের আমরা জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার জন্য আমৃত্যু পর্যন্ত কাজ করে যাবো। আদর্শের কোন মৃত্যু হয় না। বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করেছে ঠিকই কিন্ত বঙ্গবন্ধুর আদর্শকে নিঃশেষ করতে পারেনি। বঙ্গবন্ধুর ঘুনিদের ফাঁসি কার্যকরের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টাকে সাধুবাদ।বাকি ঘাতকদেরও ফাঁসি কার্যকর করতে হবে৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মাে. হাবিবুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা, কামরুল হাসান খান, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, আইইবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মােল্লা মােহাম্মদ আবুল হােসেনের সভাপতিত্বে এবং
সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আইইবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন এবং হাবিব আহমদ হালিম (মুরাদ), দেবু কুমার মন্ডল, আতাউর রহমান প্রমুখ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী মোঃ মুসলিম উদ্দিন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12