শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের হাত পরিষ্কার করার জন্য স্কুল-কলেজে পর্যাপ্ত সাবান বা হ্যান্ডওয়াশ রাখতে বলা হয়েছে। তাদের পরিবারকেও এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন জানা সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এমনকি বহিরাগতদের সমাগম ঘটে। কিন্তু স্কুল কলেজে নির্ধারিত শিক্ষার্থী এবং শিক্ষকের বাইরে বের হতো থাকে না।

তাই সেখানে এটি ছড়ানোর কোনো আশংকা নেই। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এরকম কোন পরিস্থিতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রবাসীদের দেশে আসার ব্যাপারে নিরুৎসাহিত করার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সেক্ষেত্রে আক্রান্ত দেশ গুলোর সাথে ফ্লাইট বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

চারটি দেশের অন এ্যারাইভাল’ ভিসা বন্ধ করা হয়েছে। প্রয়োজনে আরো দুই-চারটা দেশের অনারেবল ভিসা বন্ধ করা হবে। তবে বিমানের ফ্লাইট বন্ধের কোনো সিদ্ধান্ত আপাতত হয়নি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12