মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

শনিবার “বাস্তুসংস্থান পুনরুদ্ধারে পরিকল্পনা” শীর্ষক সংলাপ : বি.আই.পি’র

দূরবীণ নিউজ প্রতিবেদক:

দেশের নগর ও অঞ্চল পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)-র পক্ষ থেকে গত ৫ জুন সারা বিশ্বে “বিশ্ব পরিবেশ দিবস” পালন করা হয়েছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘বাস্তুসংস্থান পুনরুদ্ধার’ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ।

অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের কারনে প্রতিনিয়ত নগরের পরিবেশ-প্রতিবেশ ধ্বংস হচ্ছে, একইসাথে আমাদের বিভিন্ন গ্রামীণ ও অঞ্চলিক এলাকা সমূহের বাস্তুতন্ত্র মারাত্নক হুমকির সম্মুখীন হচ্ছে। জাতিসংঘ কর্তৃক ২০১০-২০২১ দশককে বাস্তুসংস্থান পুনরুদ্ধারের দশক ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্রে (বি.আই.পি.) উদ্যোগে আগামী ১৯ জুন সকাল ১১.টায় অনলাইন প্লাটফর্মে ‘বাস্তুসংস্থান পুনরুদ্ধারে পরিকল্পনা’ শীর্ষক একটি পরিকল্পনা সংলাপের আয়োজন করা হয়েছে।

আলোচ্য পরিকল্পনা সংলাপে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় এবং আঞ্চলিক এলাকার সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ এবং পৌরসভায় কর্মরত নগর পরিকল্পনাবিদগণ আলোচ্য পরিকল্পনা সংলাপে সংশ্লিষ্ট বিভাগীয় এবং আঞ্চলিক এলাকার পরিবেশ-প্রতিবেশের হুমকি এবং বাস্তুসংস্থান পুনরুদ্ধারে সমসাময়িক পরিকল্পনাগত উদ্যোগ, সংকট ও সম্ভাবনা সমূহ নিয়ে আলোচনা করবেন।

বি.আই.পি.-র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এর সঞ্চালনায় এবং বি.আই.পি.-র সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ এর সভাপতিত্বে পরিকল্পনা সংলাপে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ মাকসুদ হাশেম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর চীফ সিটি প্ল্যানার শাহীনুল ইসলাম খান, গাজীপুর সিটি কর্পোরেশন এর নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশন এর প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির-উল-জব্বার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারি নগর পরিকল্পনাবিদ জনাব আবু সাঈদ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর টাউন প্ল্যানার আজমেরী আশরাফী প্রমুখ।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12