সর্বশেষঃ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২৩ মাসের দুই জমজ বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেবীপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু খবর পাওয়া গেছে। হিরা আক্তার ও মুক্তা আক্তার নামে নিহত এ দুই শিশু উপজেলার রায়পুর ইউপির দেবীপুর এলাকার বাগানী বাড়ীর ( হাজী আক্রাম উদ্দিন বেপারী বাড়ী) বাসিন্দা। তাদের বাবা আনোয়ার হোসেন সৌদি প্রবাসী।

জানা যায়, মঙ্গলবার (১৮ জুন) তাদের মা মরিয়ম আক্তার সাথী পাশের বাড়িতে গেলে সেই সুযোগে অন্য শিশুদের সাথে খেলতে বেরিয়ে যায় হিরা ও মুক্তা। খেলতে বেরোনোর পর মা ফিরে এসে বেলা ১১টা পর্যন্ত স্বাভাবিক ভাবে খোঁজাখুঁজি করে তাদের। এগারোটার খানিক পরে পুকুরে একজনকে ভেসে থাকতে দেখে তাদের দাদি।

তিনি চিৎকার দিলে মেয়ে দুটির মাসহ বাড়ির বাসিন্দা ও আশপাশের মানুষজন হাজির হন পুকুর পাড়ে। পরে আরো একটি লাশ চোখে পড়ে উপস্থিত জনতার। লাশ দুটি দেখে ঘটনাস্থলে জ্ঞান হারান শিশুদের মা মরিয়ম সাথী। পরে পুলিশ গিয়ে জমজ দুই বোনের লাশ উদ্ধার করে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর নিহত দুই শিশুর পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

ঘটনার দিন বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার। তিনি জানান, দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম সুমন চৌধুরী বলেন, দুই বোন পানিতে ডুবে মারা গেছে। দুই শিশু যমজ বোন। শুনেছি টিকার কার্ড অনুযায়ী তাদের বয়স ২৩ মাস। এই মৃত্যু মেনে নেয়ার মতো নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৫১ অপরাহ্ণ
  • ৫:৩২ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12