সর্বশেষঃ
কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও অন্যান্য ঘটনা বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ওপর সহিংসতা চান না মুশফিকুর ঢাবিতে গায়েবানা জানাজার আন্দোলনকারীদের কফিন মিছিলে পুলিশের কাঁদানে গ্যাস সংঘবদ্ধ ভূমিদস্যুদের কবল থেকে খাল পুনরুদ্ধার হবে: মেয়র তাপস সিটি করপোরেশন  ও শহরের  সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল কোটা আন্দোলনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান হবে : ডিবি প্রধান  আজ পবিত্র আশুরা আজ ঢাকায় কোটা আন্দোলনকারীদের কর্মসূচি আন্দোলনকারীদের শিক্ষার্থীদে ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা সাদা দলের শিক্ষকদের
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

রোগীর অভিযোগ তদারকির জন্য কমিশন গঠনে রুল জারি করেছে হাইকোর্ট

দূরবীণ নিউজ প্রতিবেদক:
হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা নিয়ে রোগীদের অভিযোগ তদারকির জন্য হেলথ রেগুলেটরি কমিশন গঠন করতে কেন নির্দেশ দেয়া হবে না, জবাব চেয়ে রুল জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

রুল জারিসহ পুরো বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেছেন অ্যাডভোকেট বশির আহমেদ । তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে জারি করা রুলের জবাব দিতে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালকসহ (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) বিবাদীদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ-১৯৮২’ যথাযথভাবে অনুসরণের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ মো. শাহ আলম ২০১৮ সালের জুনে হাইকোর্টে রিটটি করেন।

প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৪ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। এর ধারাবাহিকতায় গত মাসে হাইকোর্ট বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার ফি নির্ধারণের অগ্রগতি জানাতে বলে। একই সঙ্গে ১৯৮২ সালের অধ্যাদেশের বিধান যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের অগ্রগতিও জানাতে বলা হয়।

সেই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) বিষয়টি শুনানির জন্য ওঠে। রাষ্ট্রপক্ষ আজ আদালতে একটি প্রতিবেদন উপস্থাপন করে। এর আগে রিট আবেদনকারী পক্ষ হেলথ রেগুলেটরি কমিশন গঠনের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনটি করে। পরে শুনানি নিয়ে আদালত রুল দেয়।

অ্যাডভোকেট বশির আহমেদ বলেন, ‘ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে হেলথ রেগুলেটরি কমিশন আছে। হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের অভিযোগ কমিশনে জানানো যায়। এ কমিশন রোগীদের অভিযোগ নিষ্পত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিয়ে থাকে। (আমাদের দেশে) স্বাস্থ্যসেবা নিয়ে প্রায়শই অভিযোগ ওঠে। যে কারণে হেলথ রেগুলেটরি কমিশন গঠনের নির্দেশনা চেয়ে ওই সম্পূরক আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছে।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12