বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

‘রপ্তানি মুখি কৃষি উন্নয়নে সীড এসোসিয়েশন কাজ করে যাচ্ছে’

বিশেষ প্রতিনিধি, দূরবীন নিউজ :

খাদ্য উৎপাদন বাড়াতে উন্নত বীজের ব্যবহারের বিকল্প নেই। একই সাথে সরকার কৃষক ও কৃষকের স্বার্থে যে সব পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়ন করতে হলে উন্নত বীজ ও প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। সংগঠনের কর্পোরেট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সীড এসোসিয়েশনের কর্মকর্তারা এসব কথা বলেন।

আজ শনিবার (১২ জুন) সকালে রাজধানীর মনিপুরীপাড়ায় ২নং সংসদ ভবন এভিনিউর অফিস উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আবদুল আউয়াল মিন্টু। এরপরই অফিসের কার্যক্রম শুরু হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এফ আর মালিক, সাবেক সভাপতি ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, সাবেক কৃষি সচিব ও বিএসএ’র উপদেষ্টা আনোয়ার ফারুক, সুপ্রীম সীডের চেয়ারম্যান মোঃ মাসুম, লালতীর সীডের লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম, ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএসএ’র সিনিয়র সহ-সভাপতি ড. আলী আফজাল, ইউনাইটেড সীডের সত্ত্বাধিকারী আবু তাহেরসহ বিএসএ’র নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বেসরকারি বীজ সেক্টরের প্রতিনিধিত্বকারী একমাত্র স্বীকৃত এসোসিয়েশন বিএসএ। দেশের বেসরকারি বীজ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা এই এসোসিয়েশনের সদস্য।

কৃষি ও কৃষকবান্ধব সরকারের আন্তরিক সহযোগিতায় কৃষির আধুনিকায়নে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উন্নয়ন, মানসম্পন্ন বীজ আমদানী ও উৎপাদন করে কৃষকের মাঝে পৌঁছে দেয়া এবং ভালমানের বীজ ব্যবহারে কৃষকদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে “বাংলাদেশ সীড এসোসিয়েশন” কাজ করে যাচ্ছে।

এছাড়াও দেশের রপ্তানীমুখী কৃষি উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগকে আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সীড এসোসিয়েশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

/এডিজেড / কাশেম /দূরবীন নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12