দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে টোলারবাগে লকডাউন করা এলাকায় কর্মহীন হতদরিদ্র এক হাজার পরিবারকে চাল, ডাল, তেল, লবন, আলুসহ খাদ্য সামগ্রী দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই খাদ্য সামগ্রী বিতরন করেন ডিএনসিসির নব নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় নেতা-কর্মীরা।
রোববার (২৯ মার্চ) দুপুরে ডিএনসিসির এই দুই মেয়রের নেতুত্বে ওই এলাকার কর্মহীন লোকজনের বাসায় বাসায় প্যাকেট জাত শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, করোন ভাইরাসে আটকে পড়া প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, একটি সাবান, এক লিটার তেল, এক কেজি আলু ও তিনটি করে মাস্ক দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।
আতিকুল ইসলাম বলেন, করোনার কারণে শহরের অনেক মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি হয়ে আছেন। তাদের ঘরে খাবার নেই। আমি চাই অন্যান্য বিত্তবান মানুষ যারা আছেন তারা এদের সাহায্যে এগিয়ে আসুক। এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে অসহায় খেটে খাওয়া মানুষের তালিকা করতে বলেছি। প্রত্যেক কাউন্সিলর ৫০০ জনের তালিকা দেবেন আর সংরক্ষিত কাউন্সিলররা দেবেন ১০০ জনের তালিকা। এই তালিকা ধরে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা অনলাইন নিউজ পোটাল ‘ দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকমকে’ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেদেশে ডিএনসিসির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে কর্মহীন হতদরিদ্র মানুষকে বাসা বাড়িতে প্যাকেট জাত খাবার পৌছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ডিএনসিসিতে নতুন পুরান মিলে ৫৪ টি সাধারণ ওয়ার্ডে ৩ লাখ টাকা এবং সংরক্ষিত ১৮টি (মহিলা) ওয়ার্ডে ৬০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আর বরাদ্দকৃত এই অর্থ প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রায় ৬০০ জন কর্মহীন হতদরিদ্র ও অসহায় পরিবারকে চাল, ডাল, তেল, লবন, আলুসহ খাদ্য সামগ্রী কিনে তাদের বাসায় পৌছে দেওয়া হচ্ছে। খাবার বিতরনের কর্মসূচি শুরু হয়েছে পর্যায়ক্রমে চলতে থাকবে । # কাশেম