শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন

বেশি দামে লবণ বিক্রির অপরাধে নাটোরে ২ ব্যবসায়ীকে জরিমানা

দূরবীন নিউজ ডেস্ক:
বেশি দামে লবণ লবণ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন গ্রামfঞ্চলের বাজারে বেশি দামে লবণ বিক্রির খবর পাওয়া গেছে।

জানা যায়, সোমবার গভীর রাত থেকেই লবণের কেজি ২০০ টাকা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে সিংড়াসহ চলনবিলের বিভিন্ন হাটে-বাজারে। পরে ভোর থেকেই বিভিন্ন বাজারে লবণ কিনতে ভিড় করে সব বয়সের নারী-পুরুষসহ সাধারণ মানুষ।

মুহূর্তের মধ্যে ৩০ টাকা কেজির লবণ উপজেলার শেরকোল, বামিহাল, কৈগ্রাম, মালকুড়সহ বিভিন্ন বাজারে ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি শুরু করে স্থানীয় খুচরা ব্যবসায়ীরা। লবণ সংকট হবে এ সময় খবরে সাধারণ মানুষকে ব্যাগ ও বস্তাভর্তি করে লবণ কিনে নিয়ে যেতে দেখা যায়।

দমদমা গ্রামের রিকশাচালক আকতার আলী বলেন, তিনি সকাল থেকে তার রিকশায় করে বিভিন্ন ক্রেতার ব্যাগ ভর্তি লবণ নিয়ে যাচ্ছেন।

গৃহিণী নাজমা বেগম বলেন, লবণের জাহাজ ডুবে গেছে। লবণ ১৫০ টাকা কেজি লাগবে, তাই আমি ৬ প্যাকেট কিনেছি।

পরে খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো অভিযান পরিচালনা করে সিংড়া বাজারের বুড়াপীরতলার লবণ ব্যবসায়ী সুশীল সাহাকে ৫ হাজার টাকা ও বামিহালের দুর্গাপুর বাজারের মুদি দোকানী মানিক হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ইউএনও সুশান্ত কুমার মাহাতো জামতলী, বামিহালসহ বিভিন্ন বাজারে পথসভা করে বলেন, একটি চক্র গুজব ছড়াচ্ছে। তবে লবণের কোনো সংকট নেই, কেউ গুজবে কান দিবেন না।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12