সর্বশেষঃ
দেশের স্বাধীনতা বিক্রয়কারীরা দেশে ছেড়ে পালিয়েছে : ডা. শফিকুর রহমান জামায়াত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় : সেলিম উদ্দিন ২০২৪ সালের বিজয় দিবস মহা আনন্দের : ড. মুহাম্মদ ইউনূস ছাত্র জনতার অন্দোলনে র বিজয়ই স্বাধীনতার পূর্ণতা হয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শেখ হাসিনার পরিবার,তার মন্ত্রী-এমপি ও নেতারা রাষ্ট্রের অর্থ চুরি করেছেন, কেউ তাদের ধরেনি : আসিফ নজরুল দেশে পরি স্থিতি নিয়ে কূটনীতিদের ব্রিফিং করেছেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের স্বার্থে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় সম্পদ চুরির তথ্য প্রকাশ করাই শ্বেতপত্র কমিটির কাজ চোর ধরা নয় : ড. দেবপ্রিয় কলঙ্কজনক ঘটনা,পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

বিদেশগামী কর্মীদের বীমা বাধ্যতামূলক হচ্ছে

দূরবীন নিউজ প্রতিবেদক :
আগামী ১৯ ডিসেম্বর থেকে বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক ভাবে বীমার আওতায় আনা হচ্ছে । রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র বিদেশগামীকে বীমাভুক্ত করার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ ডিসেম্বর ) বিকেল প্রবাসী কল্যাণ ভবনে বিদেশগামী বাংলাদেশী কর্মীদের জন্য বাধ্যতামূলক ‘প্রবাসী কর্মী বীমা’ সুবিধাদি নিশ্চিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জীবন বিমা করপোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এবং জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক হক উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, প্রবাসী কল্যাণ সচিব মো. সেলিম রেজা, জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান শেলীনা আফরোজা, বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, বিএমইটির ডিজি শামসুল আলম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুস সালেহীন প্রমুখ বক্তব্য রাখেন।

অনষ্ঠানে জানানো হয়, প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স থেকে বাংলাদেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে। দেশের জিডিপি’তে তাদের অবদান ৭শতাংশ। এ কারণে তাদের কল্যাণের কথা বিবেচনা করে বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক বীমার আওতায় আনার জন্য পাইলটিং প্রজেক্ট হিসাবে ০১ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হলো। ১ বছর পর পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবাসী কর্মী বীমা পরিকল্প:

বিদেশগামী কর্মীদের জন্য বীমা বাধ্যতামূলক করা হয়েছে। জীবন বীমা কর্তৃক বিদেশগামী কর্মীদের জন্য দুটি পরিকল্প রাখা হয়েছে। কর্মী যে কোনো একটি গ্রহণ করতে পারবেন। পরিকল্পের প্রিমিয়ামের পরিমাণ যাই হোক না কেন প্রত্যেক বিদেশগামী কর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে সর্বোচ্চ ৫‘শত টাকা প্রিমিয়াম প্রদান করা হবে। অবশিষ্ট প্রিমিয়াম কর্মী নিজে বহন করবে।

পরিকল্প-১ এর আওতায় বীমার দুই লাখ টাকা রাখা হয়েছে। বীমার মেয়াদ হবে ০২ বছর এবং বয়স সীমা ১৮ থেকে ৫৮ বছর। এককালীন প্রিমিয়াম ধরা হয়েছে এককালীন ৯৯০ টাকা। এর মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দেয়া হবে ৫০০ টাকা এবং কর্মীকে বহন করতে হবে ৪৯০ টাকা।

পরিকল্প-২ এর আওতায় বীমার অংক পাঁচ লাখ টাকা করা যাবে। এক্ষেত্রেও বীমার মেয়াদ ও বয়স সীমা একই অর্থাৎ ০২ বছর এবং ১৮ থেকে ৫৮ বছর রাখা হয়েছে। ৫ লাখ টাকা বীমার ক্ষেত্রে এককালীন প্রিমিয়াম ধরা হয়েছে ২ হাজার ৪৭৫ টাকা। তবে এক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এককালীন প্রিমিয়াম বাবদ দেয়া হবে ৫০০ টাকা। অবশিষ্ট অর্থ কর্মীকে বহন করতে হবে।

তবে বীমার মেয়াদ বৃদ্ধির সৃযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা স্ব-উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী ০২ বছর অন্তর অন্তর বীমাপত্রটি নবায়ন করতে পারবেন। বীমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নবায়ন করা হলে বীমাগ্রাহককে প্রিমিয়ামের উপর ২শতাংশ ছাড় প্রদান করা হবে। বীমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৩০ দিন পর বীমাপত্রটি নবায়ন করা হলে বীমাগ্রাহককে অবিরাম ভাল স্বাস্থ্যের ঘোষণা (DGH) প্রদান করে নবায়ন করতে হবে।

জীবন বীমা কর্পোরেশন এর সাথে চুক্তি স্বাক্ষরের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য চুক্তি করা হয়েছে। বিদেশগামী কর্মী বিদেশ গমনের উদ্দেশ্যে বর্হিগমন ছাড়পত্র গ্রহণের তারিখ হতে বীমার মেয়াদ (২) দুই বছর পর্যন্ত বীমা দাবী জীবন বীমা করপোরেশন পরিশোধ করবে। কল্যাণ বোর্ড থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে জীবন বীমা করপোরেশন কর্তৃক ইস্যুকৃত বীমা সার্টিফিকেট অনলাইন থেকে কর্মী সহজে নিতে পারবেন।

বীমা সুবিধাসমূহ :

মৃত্যু ক্ষেত্রে-: বীমার মেয়াদকালে স্বাভাবিক মৃত্যু হলে অথবা দুর্ঘটনাজনিত কারণে বীমার মেয়াদকালে অথবা বীমার মেয়াদ উত্তীর্ণের পর ৯০ দিনের মধ্যে মৃত্যুবরণ করলে বীমা গ্রহীতা ১০০ ভাগ বীমা সুবিধা পাবে।

খ. সম্পূর্ণ এবং স্থায়ী অক্ষমতা/পঙ্গুত্বের ক্ষেত্রে : উভয় চক্ষুর দৃষ্টিশক্তি নষ্ট অথবা কব্জির উপর থেকে উভয় হাত কাটা/খোয়া অথবা গোড়ালির উপর থেকে উভয় পা কাটা/খোয়া অথবা কব্জির উপর থেকে এক হাত এবং গোড়ালির উপর থেকে এক পা কাটা/খোয়া অথবা এক চক্ষু এবং কব্জির উপর থেকে এক হাত নষ্ট/কাটা/খোয়া অথবা এক চক্ষু এবং গোড়ালীর উপর থেকে এক পা নষ্ট/কাটা/খোয়া গেলে বীমা গ্রহীতা ১০০ ভাগ বীমা সুবিধা প্রাপ্য হবে।

গ. আংশিক স্থায়ী অক্ষমতা/পঙ্গুত্বের ক্ষেত্রে : ১. এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া অথবা কব্জির উপর হতে এক হাত কাটা বা খোয়া যাওয়া অথবা গোড়ালির উপর থেকে এক পা সম্পূর্ণ কাটা বা খোয়া গেলে বীমা গ্রহীতা ৫০ভাগ বীমা সুবিধা প্রাপ্য হবে।

২. উরুসন্ধি হতে হাঁটুর নিচ পর্যন্ত সম্পূর্ণ কাটা বা খোয়া অথবা এক পা কাটা বা খোয়া অথবা নিচের চোয়াল সরে যাওয়া অথবা বৃদ্ধাঙ্গুলিসহ হাতের চার আঙ্গুল সম্পূ‌র্ণরূপে কাটা গেলে বীমা গ্রহীতা ২৫ভাগ বীমা সুবিধা প্রাপ্য হবে।

৩. হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণরূপে কাটা বা খোয়া অথবা পায়ের সকল আঙ্গুল কাটা বা খোয়া যাওয়া অথবা তর্জনী আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা বা খোয়া যাওয়া অথবা মাঝের আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা বা খোয়া গেলে বীমা গ্রহীতা ১৫ ভাগ বীমা সুবিধা প্রাপ্য হবে।

৪. অনামিকা আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা বা খোয়া অথবা ছোট আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা বা খোয়া অথবা পায়ের বড় আঙ্গুল ছাড়া যে কোন একটি কাটা বা খোয়া অথবা পায়ের বড় আঙ্গুলসহ চার আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা বা খোয়া অথবা পায়ের বড় আঙ্গুল সম্পূর্ণরূপে কাটা বা খোয়া গেলে বীমা গ্রহীতা ১০ ভাগ বীমা সুবিধা প্রাপ্য হবে।

তবে আংশিক স্থায়ী অক্ষমতা/পঙ্গুত্ব হওয়ার পর মৃত্যুবরণ করলে মৃত্যু দাবী (বীমা অংক) থেকে আংশিক স্থায়ী অক্ষমতা/পঙ্গুত্ব জনিত প্রদেয় দাবী বাদ দিয়ে অবশিষ্ট বীমা অংক মৃত্যু দাবী হিসেবে প্রদান করা হবে।

দাবী পরিশোধ :  চুক্তি অনুযায়ী বীমা দাবীর অর্থ কে প্রাপ্য বা পাবে তা নির্ধারণ করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। বীমা দাবীর অর্থ জীবন বীমা করপোরেশন হতে কল্যাণ বোর্ড গ্রহণ করে তা গ্রহীতাকে প্রদান করবে।

তবে, বীমার ঝুঁকি গ্রহণের ১২ মাসের মধ্যে আত্মহত্যা অথবা স্বীয় ক্ষতি, AIDS/HIV সর্ম্পকিত রোগে সরাসরি মৃত্যু অথবা অসুস্থতা, উচ্চ ঝুঁকি সম্পন্ন খেলা অথবা দু:সাহসিক কার্যকলাপ যেমন- মটর রেসিং, মুষ্টিযুদ্ধ, স্কুবা ডাইভিং, hand gliding, parachuting, horse racing, mountaineering ইত্যাদির কারণে মৃত্যুবরণ, Pre-existing conditions prior to commencement of membership, মদ অথবা মাদকাসক্তি আসক্তির কারণে মৃত্যু, যুদ্ধ অথবা দাঙ্গা অথবা Civil commotion / Acts of terror এর কারণে মৃত্যুবরণ এবং গুরুতর অপরাধে আদালতের রায়ে মৃত্যু দন্ডপ্রাপ্ত হলে বীমা গ্রহীতা বীমা সুবিধা পাবে না। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৩:৪২ অপরাহ্ণ
  • ৫:২২ অপরাহ্ণ
  • ৬:৪১ অপরাহ্ণ
  • ৬:৩৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12