দূরবীণ নিউজ প্রতিবেদক:
ডিএমপির অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম ইউনিট) মনিরুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মাঠে আইন-শৃংখলা বাহিনী ও অপরাধ বিষয়ক সাংবাদিকরা এক সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সেক্ষেত্রে জঙ্গিদের মতাদর্শ, কর্মকৌশল, প্রযুক্তির মাধ্যমে সদস্য সংগ্রহ বিভিন্ন বিষয়ে ধারণা রাখা প্রয়োজন। এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সীরডাপ মিলনায়তনে ‘সন্ত্রাসবাদ দমনে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের’যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ওয়ার্কশপের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন অভিজ্ঞতা পুলিশ ও সাংবাদিকের মধ্যে বিনিময়ের ফলে কাজ করা আরো সহজ হয়। এ ধরণের ওয়ার্কশপ সবার কাজে সহযোগিতা করবে বলে মনে করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (কাউন্টার টেরোরিজম ইউনিট) ইলিয়াস শরীফ, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মোরসালিন বাবলা এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।
কর্মকর্তারা জানান,এই ওয়ার্কশপে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৩৩জন করে সদস্য প্রতিদিন ওয়ার্কশপে অংশ নেবেন। আগামী ১ অক্টোবর অংশগ্রহনকারীদের হাতে তুলে দেয়া হবে সার্টিফিকেট। #