শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

বরিশালের মধ্যমাঠ কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুদকের অভিযান

দূরবীন নিউজ প্রতিবেদক :
বরিশালের হিজলা উপজেলার মধ্যমাঠ কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত , অথচ নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেন। এমস অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

মঙ্গলবার (১০ মার্চ) দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬ এ অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত বরিশাল জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরো জানান, অভিযানকালে দুদক টিম তথ্য পেয়েছেন সহকারী শিক্ষক জনাব সান্তনা রানী গত ১৯ বছর যাবত উল্লিখিত বিদ্যালয়ে কর্মরত। কিন্তু তিনি বিদ্যালয় না এসে এবং পাঠদান না করিয়ে দীর্ঘদিন যাবৎ সরকারি বেতন ভাতা উত্তোলন করে আসছেন।

টিম আরও জানতে পারে, তার অনুপস্থিতে তার একজন আত্মীয় তার হয়ে (প্রক্সি) বিদ্যালয়ে ক্লাস নিয়ে আসছেন। এ অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।

লালমনিরহাটের একটি বিদ্যালয়ে শিক্ষকের এমপিওভুক্তিকরণে টাকা দাবির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক হটলাইনে গৃহীত অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক টিম জানতে পারে, অভিযোগকারী শিক্ষক লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িহাট এসসি উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালে যোগদান করেন। তিনি গত বছরের (২০১৯) সেপ্টেম্বর মাসে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) পেলেও এর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার নিকট ৮ লাখ টাকা দাবি করেন।

প্রধান শিক্ষকের এ দাবি না মানায় তাকে গত নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন-ভাতা দেওয়া হয়নি, এমনকি হাজিরা খাতায় স্বাক্ষর করতে এবং ক্লাসে প্রবেশ করতেও দেয়া হচ্ছে না। এ অভিযোগের প্রেক্ষিতে টিম উক্ত বিদ্যালয়ে সরেজমিনে অভিযান পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।

দুদক টিমের অভিযানের ভিত্তিতে অবিলম্বে ভুক্তভোগী শিক্ষকের বেতন প্রাপ্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে প্রধান শিক্ষক দুদক টিমকে নিশ্চয়তা প্রদান করেন।

এছাড়া গ্রাহকের দলিল ঘুষের বিনিময়ে অন্যের নামে করে দেওয়ার অভিযোগে, ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়, চট্টগ্রামের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা এবং সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম -১ হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12