শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

বঙ্গমাতা গোল্ড কাপের ফলেই সাফ নারী ফুটবলের শিরোপা জয় : গণপূর্ত প্রতিমন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক :

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতায় সাফ নারী ফুটবলের শিরোপা জয় করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহের বৈশাখী মঞ্চে সাফ নারী ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ২০১০ সালে জাতীয়ভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রবর্তন করে।

এর ধারাবাহিকতায় ২০১১ সালে জাতির পিতার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে তৃণমূল পর্যায় থেকে চৌকস খেলোয়াড় তৈরি এবং তাদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় সাফ নারী ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত গত ১৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল টুর্নামেন্টের শিরোপা জয় করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৩ জন খেলোয়াড়ের মধ্যে ৮ জনই ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা। শিরোপা জয়ী এই ৮ নারী ফুটবলারকে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক ফুটবলারকে ২৫ হাজার করে মোট ২ লক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12