সর্বশেষঃ
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

প্রথম অপরাধই হবে শেষ হবে অপরাধ : দুদক চেয়ারম্যান

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকে নব নিয়োগকৃত কর্মচারীদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মনে রাখবেন প্রথম অপরাধই হবে শেষ অপরাধ। তিনি বলেন, দুদকে জনবল নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার তদবির বা দুর্নীতির পথ রুদ্ধ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে নব নিয়োগকৃত কর্মচারীদের চাকরিতে যোগদান উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টশন কোর্সের ইকবাল মাহমুদ এসব কথা বলেন।এ ওরিয়েন্টশনে তিন ক্যাটগিরিতে নবনিয়োগকৃত ২৯ জন কর্মচারী প্রশিক্ষণ গ্রহণ করছেন।

দুদক চেয়ারম্যান বলেন, জনবল নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল, কেউ তদবির করলে বা তদবির শুনলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। যে কারণে দুদকে নিয়োগের ক্ষেত্রে কেউ তদবির করার সাহস পায় না। তদবির ছাড়াই নিয়োগ হচ্ছে। ’

তিনি নবনিয়োগকৃত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘এই প্রতিষ্ঠানের কর্মচারীদের অনৈতিক কাজ করার কোনো সুযোগ নেই। মাুনষের সাথে খারাপ আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে, চাকরি হারাতে হবে। যেভাবে ঘুষ-দুর্নীতি-তদবির ছাড়া চাকরি পেয়েছেন, একইভাবে চাকরিচ্যুত করার পর তদবিরে কোনো কাজ হবে না। প্রথম অপরাধই হবে শেষ অপরাধ। দ্বিতীয় বারের জন্য কোনো সুযোগ পাবেন না, এ্টাই হবে দুদকের প্রশাসনিক কৌশল।

দুদক চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীই গুরুত্বপূর্ণ। যে কারও দায়িত্বের শৈথিল্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে। আমরা সবাই ২৪ ঘণ্টার জন্যই কর্মে নিয়োগপ্রাপ্ত। তাই গভীর রাতে অভিযানে যেতে পরাবো না-এমন আচরণ করার কোনো সুযোগ নেই। যখন নির্দেশনা আসবে ঠিক তখনই যেতে হবে ।

তিনি বলেন, আপনারা তদবির বা ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন। এসব অপকর্মে আপনারা জড়িয়ে পড়বেন না । আপনাদের নৈতিকতার পরীক্ষা নেওয়া হয়েছে। এ মানদ- বজায় রাখতে হবে। মনে রাখবেন, চাকরি যেভাবে পেয়েছেন, তা হারাতেও সময় লাগবে না।

এ ওরিয়েন্টশন কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত , মহাপরিচালক (প্রশাসন) মোঃ জহির রায়হান, মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) এ কে এম সোহেল প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ৩:৩৯ অপরাহ্ণ
  • ৫:১৮ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12