সর্বশেষঃ
হবিগঞ্জে গৌরব হত্যা মামলায় ফাঁসির ৪ আসামী হাইকোর্টে খালাস : আপিল না হলে শিগগিরই কারামুক্তি ডিআরইউতে নতুন নেতৃত্ব, সভাপতি শুভ- সম্পাদক মহিউদ্দিন বস্তিতে বসবাসকারী শিক্ষার্থীদের ১ কোটি টাকা বৃত্তি ঘোষণা মেয়র আতিকুল ইসলামের জানুয়ারিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু: ডিএনসিসির মেয়র মানুষকে জিম্মি করে ক্ষমতার রাজনীতি বন্ধের আহŸান টিআইবি’র সরকারের ৫৮২ কোটি টাকার সারা আত্মসাৎ পোটনসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ডিএমআরএফ’র নতুন সভাপতি ইমু- সম্পাদক লতিফ রানা আগামী বর্ষায় আদি বুড়িগঙ্গায় নৌকা বাইচ আয়োজন হবেঃ মেয়র শেখ তাপস নির্বাচনে দুর্নীতিবাজরা বিজয়ী না হোক: দুদক চেয়ারম্যান ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের হিসাব রক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন

দুদকের তফসিলভুক্ত অপরাধে কেনো সরাসরি আদালতে মামলা নয়, হাইকোর্টের রুল

দূরবীণ নিউজ প্রতিনিধি :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধের ঘটনায় কেনো সরাসরি আদালতে মামলা করা যাবে না, তার জবাব চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের জারি করা রুরে একই সঙ্গে দুদকের বর্তমান কার্যকর বিধানটি কেনো অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না.তারও জবাব জানতে চাওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বে রুলসহ এ আদেশ জারি করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রিটকারীর পক্ষে আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আদালতে রোববার রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। পরে আদালতের বাইরে গণমাধ্যমকে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস রুলসহ জারি করা আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাডভোকেট সুবীর নন্দী দাস বলেন, ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজ কার্যালয়ে যেকোনো দুর্নীতির বিষয়ে মামলা কিংবা এজাহার দাখিল করার বিধান কার্যকর করা হয়। দুদকের নিজস্ব কার্যালয়ে দায়ের করা ওই এজাহার দুদকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এর আগে দুদকের কর্মকর্তারা সংশ্লিষ্ট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতো এবং দুদক কর্মকর্তারা ওইসব মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করতেন।

এদিকে দুদকের ২০১৯ সালের সংশোধিত আইন ও বিধির ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুলের সঙ্গে গত ৯ জুন সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদন শুনানি নিয়ে ১২ জুন এ রুলসহ আদেশ জারি করলেন হাইকোর্ট।

আরও জানা যায়, দুদক নিজেই মামলা করার ক্ষমতা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ সংশোধন করে ২০১৯ সালের ২০ জুন এ বিষয়ে গেজেট জারি করে। ২০১৯ সালের ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এবং ব্যারিস্টার নওশীন নাওয়াল রিট আবেদন করেন।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৯ সালে ১৭ ডিসেম্বর থানার পরিবর্তে দুদক কার্যালয়ে এজাহার দায়ের করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রিটে আবেদনকারীরা একই বিধিমালার ১৩ (৩) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে একটি সম্পূরক আবেদন করেন। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    30% 3 / 10
  • না
    70% 7 / 10