মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

ঢাকা ২ সিটিতে মেয়র প্রার্থী: বিএনপির তাবিথ- ইশরাক, আ’লীগের আতিক- তাপস

আবুল কাশেম (দূরবীণ নিউজ প্রতিবেদক)  :
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

অপর দিকে আওয়ামী লীগ ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে সিটিতে ব্যারিষ্টার ফজলে নূর তাপসকে মেয়র পদেন মনোনয়ন চূড়ান্ত করেছে। বলতে গেলে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন আউট এবং ব্যারিষ্টার ফজলে নূর তাপস ইন হচ্ছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ও প্রার্থীদের সাক্ষাৎকার শেষে ঢাকা দুই সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর দিকে শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে সিটিতে ব্যারিষ্টার ফজলে নূর তাপসকে মেয়র পদেন মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের ঢাকা দক্ষিণ সিটিতে প্রার্থী ইশরাক হোসেন তার একটি পরিচয় রয়েছে, তিনি আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। যদিও তিনি একেবারেই নতুন তারপরও আমরা মনে করছি নতুনদের মধ্যে তার একটি বড় আকর্ষণ থাকবে। একই সঙ্গে তিনি উচ্চশিক্ষিত এবং আপনাদের সঙ্গেও হয়তো তার কথা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর সিটিতে মনোনয়ন প্রাপ্ত তাবিথ আউয়াল একজন যোগ্যপ্রার্থী । এর প্রমাণ তিনি ইতোপূর্বে দিয়েছেন। তাই আমরা দলীয়ভাবে মনে করেছি তারা নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী।

এদিকে আওয়ামী লীগও এবার যোগ্য প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটিতে বর্তমান মেয়র অনেকটা ক্লিন ইমেজের এবং ব্যবসায়ী নেতা মো. আতিকুল ইসলামকে পুনরায় মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে। একই সাথে ঢাকা দক্ষিণ সিটিতে সম্পূর্ণ নতুন ও ক্লিন ইমেজের প্রার্থী ব্যারিষ্টার ফজলে নূর তাপস এমপিকে মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এরআগে ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই । আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12