দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবারের অমর একুশে গ্রন্থমেলাও পেছানো হয়েছে। ২রা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে। কারণ ঢাকার দুই সিটি’র নির্বাচন ১লা ফেব্রুয়ারি । ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার পরদিন।
রোববার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনের কারণে ১লা ফেব্রুয়ারির পরিবর্তে ২রা ফেব্রুয়ারি বিকাল ৩টায় মেলার উদ্বোধন করা হবে। অন্যান্য বারের মতোই এবারও মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর মাসব্যাপি বইমেলা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী এই মেলায় বিপুল নতুন বই প্রকাশিত হয়। পাশাপাশি লেখক, সাহিত্যিক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয় এই অমর একুশে গ্রন্থমেলাটি।।#