বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

ঢাকা দুই সিটির নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকার দুই সিটি নির্বাচনে বিজয়ী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের পৃথকভাবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণের এই গেজেট প্রকাশিত হয়েছে। তবে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গত ২ ফেব্রুয়ারি গেজেটে সই করেন বলে জানা যায়।

এদিকে এ নির্বাচনের ফল পরিবর্তনের অভিযেগে দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রথমবারের মতো এই নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫টি সাধারণ ওয়ার্ডের পাশাপাশি ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ প্রার্থী। এর মধ্যে ৭ জন মেয়র প্রার্থী, ৮২ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ও ৩২৬ জন সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ডিএসসিসিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন নারী ও ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন পুরুষ ভোটার।

ঢাকা উত্তর সিটি:

অপরদিকে ঢাকা উত্তর সিটিতে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৪ ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়াবসাইটে এই গেজেট আপলোড করা হয়নি। গেজেটে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম গত ২ ফেব্রুয়ারি সই করেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকারের মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথ গ্রহণের ব্যবস্থা করবে।

প্রসঙ্গত,এবারের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী ছিলেন ৬ জন, কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪টি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

প্রথমবারের মতো ঢাকার দুই সিটিতেই একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12