সর্বশেষঃ
কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও অন্যান্য ঘটনা বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ওপর সহিংসতা চান না মুশফিকুর ঢাবিতে গায়েবানা জানাজার আন্দোলনকারীদের কফিন মিছিলে পুলিশের কাঁদানে গ্যাস সংঘবদ্ধ ভূমিদস্যুদের কবল থেকে খাল পুনরুদ্ধার হবে: মেয়র তাপস সিটি করপোরেশন  ও শহরের  সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল কোটা আন্দোলনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান হবে : ডিবি প্রধান  আজ পবিত্র আশুরা আজ ঢাকায় কোটা আন্দোলনকারীদের কর্মসূচি আন্দোলনকারীদের শিক্ষার্থীদে ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা সাদা দলের শিক্ষকদের
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণের মেয়র কোরবানী পশুর হাটের সিন্ডিকে ভেঙ্গে ফেলেছেন , ফলে হাট হচ্ছে ১১টি

আবুল কাশেম, দূরবীণ নিউজ :
এবার ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানী পশুর হাট নিয়ে পুরনো সিন্ডিকেট ভেঙ্গে ফেলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস। যারফলে ১৪টি হাটের মধ্যে ১১টি হাট অনুমোদিত হয়েছে।  গত বছরও ১৪টি অস্থায়ী হাট ছিল। কিন্তু  এবার  টার্গেট মতো দর না পাওয়ায়  ১১টি হাট বসানোর সিদ্ধান্ত দিয়েছেন মেয়র।

ডিএসসিসির সম্পত্তি বিভাগের তদারকিতে তিন দফায় দরপত্র জমা নেওয়ার পর হাটবাজার ব্যবস্থাপনা কমিটি ১১টিতে সরকার–নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা পেয়েছে। তাই কমিটি ১১টি হাট বসানোর সুপারিশ করেছে। একই সঙ্গে অনলাইন হাট চালু করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান সম্পত্তি বিভাগের কর্মকর্তারা।

গত বছরও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিনের দপ্তর ওই সিন্ডিকেটকে সার্বিক সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এবারও তারা চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান মেয়রের শক্ত অবস্থানের কারণে সিন্ডিকেট সফল হয়নি। তবে গত ৩ বছরের রেকর্ডপত্র তদন্ত করলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে জানান ডিএসসিসির সাধারণ কর্মচারীরা।

        ডিএসসিসির অস্থায়ী কোরবানীর ১১টি হাট হলো:
১) হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ–সংলগ্ন উন্মুক্ত এলাকা, ২) উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ–সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৩ ) পোস্তগোলা শ্মশানঘাট–সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৪) আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২–এর খালি জায়গা, ৫) লিটল ফ্রেন্ডস ক্লাব–সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম–সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, ৬) মেরাদিয়া বাজার–সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৭) দনিয়া কলেজ মাঠ–সংলগ্ন খালি জায়গা, ৮) ধূপখোলা মাঠ–সংলগ্ন খালি জায়গা, ৯) সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত এলাকা, ১০) আমুলিয়া মডেল টাউন এর খালি জায়গা, ১১) লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ–সংলগ্ন আশপাশের খালি জায়গা।

         ১১টি হাটের সর্বোচ্চ দরদাতাদের তথ্য:

উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এলাকার খালি জায়গা – ইজারাদার এ এম এম এন্টারপ্রাইজের মালিক মো. আব্দুল রতিফ (সরকারি দর ৮ লাখ ৬৬ হাজার ৫৫৫ টাকা) প্রাপ্ত দর ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন খালি জায়গা -ইজারাদার ইযাফেজ আহমেদ (সরকারি দর ১ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা) , প্রাপ্ত দর ১ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকা।

পোস্তগোলা শ্মশান ঘাট এলাকার খালি জায়গা- ইজারাদার মে. মইন উদ্দিন চিশতী (সরকারি দর ৩১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা) প্রাপ্ত দর ৭০ লাখ ৫০ হাজার টাকা।

মেরাদিয়া বাজারের আশপাশের খালি জায়গা ইজারাদার ময়েন উদ্দিন মিলন (সরকারি দর ১ কোটি ৯ লাখ ৩১ হাজার ৮০০ টাকা), প্রাপ্ত দর ৯০ লাখ ৩ হাজার টাকা।

গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা -ইজারাদার (সরকারি দর ৮৭ লাখ ২০ হাজার ৩৩৫ টাকা) প্রাপ্ত দর ২ কোটি ৫২ লাখ টাকা।

যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা- ইজারাদার কামরুজ্জামান (সরকারি দর ১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৮৬৭ টাকা), প্রাপ্ত দর ১ কোটি ৮০ লাখ টাকা।
ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা ইজারাদার (সরকারি দর ৪৬ লাখ ৮১ হাজার ৩৩৪ টাকা) , প্রাপ্ত দর মো. নাসির উদ্দিন ৫০ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা।

সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাক-স্ট্যান্ড এলাকা- ইজারাদার আসাদুজ্জামান খান (সরকারি দর ২৬ লাখ ৮৭ হাজার ৮০৭ টাকা), প্রাপ্ত দর ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

আফতাব নগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি,এইচ এবং সেকশন-১ ও ২ এর খালি জায়গা – ইজারাদার মো. রায়হান (সরকারি দর ৬৬ লাখ ২৫ হাজার টাকা), প্রাপ্ত দর ১ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা।

আশুলিয়া মডেল টাউনের খালি জায়গা- ইজারাদার মো. আহসান উল্লাহ (সরকারি দর ১১ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা), প্রাপ্ত দর ১৫ লাখ ৩ টাকা।
লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গা – ইজারাদার সফি মাহমুদ (সরকারি দর ১১ লাখ ৭৩ হাজার ৩৫০ টাকা), প্রাপ্ত দর ২৫ লাখ ১০ হাজার টাকা। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12