শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

ডিএসসিসি’র চিরুনি অভিযানের ৮ম দিনে ৫ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা আদায়

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত চিরুনি অভিযানে ৮ম দিনের মোট ১১২টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৫টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৫টি মামলা ও ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ) ডিএসসিসি’র জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এই তথ্য জানায়। তারা আরো জানায় যে, মঙ্গলবার ৩টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এ ১৭ নং ওয়ার্ডের কলাবাগান এলাকা, অঞ্চল-২ এ ৬ নং ওয়ার্ডের মুগদা এলাকা এবং অঞ্চল-৪ এ নবাবপুর ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৪ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৪টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৪টি মামলা দায়ের করেন ও ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১১টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় আদালত ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

অভিযানকালে আদালত কোন স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়নি। একই সাথে অঞ্চল-৪ এ ভ্রাম্যমাণ আদালত ৬৭টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত কোন স্থাপনায় এডিস মশার প্রজননস্থল খুঁজে না পেলেও ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পাওয়ায় স্থাপনা দুটির মালিকদেরকে সতর্ক করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৬ স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12