শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

ডিএনসিসি শুক্রবারও নগরীতে জীবাণুনাশক স্প্রে করেছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা ভাইরাস বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শুক্রবার (২৭ মার্চ) রাজধানীতে ২৪ লাখ বর্গফুট এলাকায় ৮টি পানির গাড়ির মাধ্যমে ১ লাখ ৬০ হাজার লিটার তরল জীবাণুনাশক স্প্রে করেছে।

ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮টি পানির গাড়িতে মোট ১৬ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক তরল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক ও উন্মুক্ত স্থানে ছিটানো হয়।উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল, আশকোনা, উত্তরা সেক্টর-৪ ও সংলগ্ন এলাকা; যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কোকাকোলা বাসস্ট্যান্ড, নিকুঞ্জ এলাকা; মিরপুর সেকশন-১, মুক্তবাংলা মার্কেটের পিছনে ও সংলগ্ন এলাকা; মিরপুর-১ সরকারি কোয়ার্টারের ভিতরে ও সংলগ্ন এলাকা; গাবতলী থেকে কল্যাণপুর, মিরপুর ৬০ ফুট রোড ও সংলগ্ন এলাকা; মোহাম্মদপুর তাজমহল রোড, কলেজগেইট, সোহরাওয়ার্দি হাসপাতাল ও সংলগ্ন এলাকা; মগবাজার, তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, আইসিডিডিআরবি, মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা; ফার্মগেইট ও সংলগ্ন এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়।

এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে মশক নিধনকর্মীরা হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের মাধ্যমে তরল জীবাণুনাশক স্প্রে করেছে।

এদিকে, ডিএনসিসি কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীদের জন্য আজ ১২০০ জোড়া উন্নত মানের গ্লাভস ও ১০০০ জোড়া বুট-জুতা বিতরণ করেছে এবং প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরকে ৫০ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করা হয়। সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রত্যেককে ২৫ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12