দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্যদের কল্যাণে গঠিত গ্রুপ বীমার সুফল পাচ্ছেন এই সংগঠনের সদস্যদের পরিবারের লোকজন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সংগঠনের স্থায়ী সদস্য ও দৈনিক সংবাদের প্রয়াত ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়া, দৈনিক ভোরের কাগজের চীফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আকতারুজ্জামান লাবলু এবং দৈনিক যুগান্তরের সাবেক ডেপুটি চীফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হাসান আরেফিনের জীবন বীমা দাবিকৃত টাকার চেক তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এই উপলক্ষে ডিআরইউ আয়োজন করেছেন ওই ৩ মরহুম সাংবাদিকের স্মরণে স্মরণসভা সভা ও জীবন বীমার চেক হস্তান্তর অনুষ্ঠান।
ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থি ছিলেন অনেক সিনিয়র সাংবাদিক।উপস্থিত সকলেই মরহুম সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। একই সাথে তাদের পরিবারের পাশে সব সময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন। #