বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

ডিআরইউতে প্রীতি ক্রিকেট ম্যাচে নতুনরা বিজয়ী

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত ‘ওয়ালটন- ডিআরইউ’ প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত টিমকে হারিয়েছে বর্তমান কার্যনির্বাহী কমিটির টিম। নতুন ও পুরান নেতাদের ক্রিকেট ম্যাচে নতুনরা বিজয়ী।

শনিবার (৩১ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। রজতজয়ন্তী উপলক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে এ প্রীতি ক্রিকেট খেলার।

খেলার আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটির টিম নির্ধারিত ৮ ওভারে ১০৩ রান করে। এর জবাবে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত টিম মাত্র ৫৯ রান করেছেন। ফলে ৪৪ রানের বিশাল জয়ে শিরোপা উৎসবে মাতে বর্তমান কার্যনির্বাহী কমিটি।

ম্যাচ শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিজয়ীদের টিমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, হাঁটি হাঁটি পা পা করে ডিআরইউ আজ ২৫ বছর পেরিয়ে। পেশাদার সাংবাদিকদের সংগঠনকে এ অবস্থানে নিয়ে আসতে যারা পরিশ্রম করেছেন, মেধা ও সময় দিয়ে গড়ে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

‘প্রীতি ম্যাচ বরাবরই উপভোগ্য। বিশেষ করে সাংবাদিকদের। যারা খবরের পেছনে ছুটেন, তারাই যখন খেলার মাঠে থাকেন তখন দেখতে ভালো লাগে। রজতজয়ন্তী উপলক্ষে আজ আরেকটি ম্যাচ দেখার সুযোগ হলো।’

‘করোনা প্রার্দুভাবের পর ধীরে ধীরে ক্রীড়াঙ্গণে প্রাণ ফিরছে। আমরা ধাপে ধাপে সব ধরনের খেলাধুলা মাঠে ফিরিয়েছি। সামনে আমাদের ফুটবল এবং ক্রিকেটেও আন্তর্জাতিক ম্যাচ আছে। নিজেদের সুরক্ষিত রেখে সব খেলা পরিচালনা করতে হবে’, যোগ করেন জাহিদ আহসান রাসেল।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ডিআরইউয়ের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক পুরোনো। রজতজয়ন্তী উপলক্ষে ওয়ালটন গ্রুপ সাংবাদিকদের এ সংগঠনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম বলেন, ‘করোনার কারণে ক্রীড়াঙ্গণ একেবারে থমকে ছিল। প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি প্রীতি ম্যাচগুলোও বন্ধ ছিল।

এদিকে, নারীদের স্ট্যাম্প ভাঙা প্রতিযোগিতাও আজ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12