বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

জীবন বাঁচানোর যুদ্ধে টিকে থাকতে হবে : এড. নূরুল হুদা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রামন থেকে রেহাই পেতে বার বার হাত ধোয়া ও সরকারী নির্দেশনা মেনে চলার প্রতি সর্বস্তরের মানুষের প্রতি। কারণ জীবন বাঁচানোর যুদ্ধে টিকে থাকতে হবে।
শুক্রবার (২০ মার্চ) নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড নূরুল হুদা উৎসাহিত ও সচেতন করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার প্রয়োজনীয় উপকরণ প্রদান ও প্রচার পত্র বিতরণ কালে এই অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন , মুক্তিযুদ্ধের সময় দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এ দেশের দামাল ছেলেরা যেমন করে জীবনের ঝুকি নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল। তেমনি করে আজও দেশবাসীর সংকটে দলমত নির্বিশেষে সবাইকে করোনার ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তিনি বলেন দেশবাসীর এ জীবন বাঁচানোর যুদ্ধে হেরে যাওয়ার কোন অবকাশ নেই।

মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ, নারায়ণগঞ্জ-এর সপ্তাহব্যাপী করোনার ভয়াবহতা মোকাবেলায় বার বার হাত ধোয়ার প্রতি সর্বস্তরের মানুষকে উৎসাহিত করার চলমান কর্মসূচির অংশ হিসাবে গুদারাঘাটে হাত ধোয়ার কর্মসূচি উদ্বোধন কালে এড নূরুল হুদা এসব কথা বলেন।

মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরল হক বলেছেন, বিশ^ব্যাপী ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন অদৃশ্য এই মরন ঘাতক করোনা থেকে নিরাপদ থাকতে বারবার সাবান বা জীবানুনাশক জেল দিয়ে হাত ধৌত করা ছাড়া বিকল্প নেই।

কেননা করোনার জীবানু মানুষের হাত হয়েই নাক মুখ ও চোখ দিয়ে দেহে প্রবেশ করে ভিকটিমকে আক্রান্ত করে। তিনি বলেন জ্বর, নিউমোনিয়া, হাঁচি, সর্দিকাশি, শ্বাসকষ্ট এই সব চেনা নিউমোনিয়ার লক্ষণ বা উপসর্গের আড়ালেই হানা দিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস অতএব জনগণের মধ্যে সতর্কতা ও সাবধানতা অনেক বেশী প্রয়োজন।

আজ শুক্রবার সকালে হাত ধোয়ার কর্মসূচি উদ্বোধন পূর্ববর্তীকালে হাজীগঞ্জ, তল্লা, কিল্লারপুল ও গুদারাঘাট এলাকাতে জনসচেতনতা মূলক প্রচারপত্র ও ‘বার বার হাত ধুলে করোনা থেকে মুক্তি মিলে’ এই শ্লোগান সমৃদ্ধ স্টিকার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর সদস্য সচিব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আবু হাসান টিপু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর যুগ্ন আহবায়ক খোকন রাজ, মার্জিয়া রাজ খুশব, মাদক বিরোধী যোদ্ধা সহিদুল, আবরারুল হক সিয়াম প্রমুখ । # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12