দূরবীণ নিউজ প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে ওই ছাত্রের জ্বর ও মাথা ব্যথা ছিল।
গত সোমবার (৬ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে সেখানে নিয়ে যায়। পরে মঙ্গলবার পরীক্ষা শেষে তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। খবর ইউএনবি’র ।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই ছাত্র ও তার পরিবারের আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। সে উত্তরায় তার পরিবারের সাথে আছে। বুধবার আইইডিসিআর কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
‘আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদেরকে জানানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে,’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এছাড়া দেশে নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। #