দূরবীণ নিউজ প্রতিবেদক :
চট্টগ্রামে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের শ্রম পরিদর্শক ( সেফটি) পলাশ কুমার দাসকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে গ্রেফতার করেছে দুদক।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুদকের একটি বিশেষ টিম যথাযথ আইনি প্রক্রিয়ায় পলাশ কুমার দাসকে গ্রেফতার করে।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, ঘুষখোর পলাশ অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি দায়িত্বে অধিষ্ঠিত থেকে অবৈধভাবে জি, এ বেকারীর মালিক মোঃ পাবেলকে ‘‘শিল্প প্রতিষ্ঠান লাইসেন্স ’’দেয়ার নামে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ৫ মার্চ দুপুর সোয়া ১ টায় ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।
উক্ত অভিযোগকারী মোঃ পাবেলের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে আসামি পলাশ কুমার দাসকে হাতেনাতে আটক করে দুদকের কর্মকর্তারা।
উক্ত ঘুষের টাকা আসামি পলাশ কুমার দাস এর পরিহিত ফুলসার্ট এর বাম পকেট হতে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় জব্দ করা হয়।
আসামি পলাশ কুমার দাস সরকারি দায়িত্বে থেকে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জি, এ বেকারীর মালিক মোঃ পাবেল এর নিকট থেকে ‘‘শিল্প প্রতিষ্ঠান লাইসেন্স ’’দেয়ার নামে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অবৈধভাবে তার নিকট হতে ১০ হাজার -টাকা ঘুষ গ্রহণ।
যা দন্ডবিধির ১৬১ ধারা তৎসহ ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক নূরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
আজই ৫মার্চ সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর মামলা নং-০৬ ধারা-দন্ডবিধির ১৬১ ধারা তৎসহ ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা। # কাশেম