শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

করোনায় বাংলাদেশে একদিনে নতুন মৃত্যু ৪২ ও আক্রান্ত ২,৭৩৫ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :

বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে নতুন ৪২ জনের মৃত্যূ এবং করোনায় নতুন আক্রান্দ আরো ২ হাজার ৭৩৫ জন।
বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জনে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশে নতুন মারা গেছেন ৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী নয়জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৩৫ জনের। মোট নমুনা পরীক্ষায় ২১ দশমিক ১৩ শতাংশের করোনা শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৬৫৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ২১ দশমিক ২৫ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি:
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ এবং আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এছাড়া কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ৩০ লাখেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫০৩ জন, যা বিশ্বে সর্বোচ্চ। তাদের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬২৫ জনে।

এদিকে, অল্প সময়ের মধ্যে ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12