শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

করোনায় একদিনে আক্রান্ত ৩,৫৫৪ জন, মৃত্যু-১৮ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে একদিনে করোনা শনাক্ত ৩ হাজার ৫৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট পাওয়া যায়।
গত কাল একটিদেন করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৮০৯ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সে হিসাবে ২৫২ দিন সর্বোচ্চ শনাক্ত হলো আজ।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ জন ও ছয়জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন ও বাড়িতে একজন মারা যান। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৩৫৭টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করে নতুন আরও তিন হাজার ৫৫৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জন।

মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট করোনায় মৃত্যুবরণকারী আট হাজার ৭৩৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬০৭ জন (৭৫ দশমিক ৬১ শতাংশ) ও নারী দুই হাজার ১৩১ জন (২৪ দশমিক ৩৯ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্র্ধ্ব ১০ জন রয়েছেন। বিভাগওয়ারী দেখা গেছে, ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12