দূরবীণ নিউজ প্রতিবেদক :
হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । তিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। খবর ইউএনবি’র।
বিচারপতি শশাঙ্ক গত ৮ মে জ্বর ও কাশিতে আক্রান্ত হন। পরে অধিক জ্বর ও অসুস্থতার কারণে তিনি ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভার ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেননি।
গত ১১ মে তার করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন পজেটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন।
অবস্থার অবনতি হলে ১৩ মে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে সিএমইএইচে নেয়া হয়।
বাগেরহাটের বাসিন্দা সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর ২০১৮ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। #