শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

এবার বগুড়ায় টেলিভিশন বিস্ফোরণে বাড়ি পুড়ে ছাই

দূরবীন নিউজ ডেস্ক :
এবার টেলিভিশন বিস্ফোরণে ভস্মীভূত হয়েছে বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মরহুম ফজলুল হক টুনুর বাড়িতে । ফলে পুরো বাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ফজলুল হক টুনুর স্ত্রী রহিমা বেগম ছোট ছেলে বেলজিয়াম পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। তার বড় ছেলে বায়েজিদ হক চাকুরীর কারণে অন্য জেলায় অবস্থান করে।

বৃহস্পতিবার রাতে তারা টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টায় চালু থাকা ওই টেলিভিশন বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়।

এসময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারের পাইপ লাইনের উপর দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান তারা। পরে রহিমা বেগম প্রতিবেশিদের ডাকতে থাকেন। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

পরে স্থানীয় দমকল বাহিনী আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুরো বাড়ির কয়েকটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

রহিমা বেগম বলেন, অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ অর্থ, ৫টি ছাগল, ধান এবং সংসারের প্রয়োজনীয় সকল জিনিসপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম রেজা বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12