বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে ডিএনসিসিতে শ্রমিক লীগের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

দূরবীন নিউজ প্রতিবেদক :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শ্রমিক কর্মচারী লীগের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচন একটি মিলনমেলায় পরিনত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে রাজধানীর মহখালীতে ডিএনসিসির অঞ্চলিক কার্যালয়ে ৮টি ভোট কেন্দ্রটিতে শ্রমিক কর্মচারী লীগের নির্বাচনে ভোট গ্রহণ চলছে । নির্ধারিত সময়েই ভোট গ্রহণ শুরু হয় বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মো. মফিজুর রহমান ভূঁইয়া।

সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে ১,৬১৮ জন ভোটারের জন্য তৈরি করা হচ্ছে ৮টি বুর্থ। সাড়িবদ্ধভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবার সুযোগ পাবেন।

জানা যায়, ডিএনসিসির শ্রমিক কর্মচারী লীগের নির্বাচনে সভাপতি, কার্যকরী সভাপতি, সহ সভাপতি ৪ জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক,সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক , প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক, শ্রম ও আইন বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক ও একজন নির্বাহী সদস্য নিয়ে ১৭ সদস্যে কমিটি হবে।

প্রতিদ্বন্দ্বি বজলুল মোহাইমিন বকুলের নেতৃত্বে ‘বকুল-হারুন- রোকন’ কর্মচারী কল্যাণ পরিষদের ছাতা মার্কা।

মো. আবদুর রশিদের নেতৃত্বে ‘রশিদ-কাদের- বাবুল’ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ার মার্কা। মো. জামাল হোসেনের নেতৃত্বে ‘জামাল- সোহেল- মাহতাব’ শ্রমিক কর্মচারী সততা পরিষদের বেলচা মার্কা।

নির্বাচনকে সফল করার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও রাখা হয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থাস্থা। তবে দীর্ঘদিন টর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ডিএনসিসির সাধারণ কর্মচারীারাও বেশ খুশি। তারাও পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12