বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

আলজাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনার রিটের আদেশ বুধবার

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
নানা বিতর্কের সূত্রপাত সৃস্টিকারী কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর বিস্তারিত শুনানি গ্রহণ করে আগামীকাল বুধবার আদেশ জারি করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। শুনানির কার্যতালিকায় এই বিষয়টি বুধবার বেলা ১১ টায় শুনানির কথা রয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ উক্ত রিট আবেদনটি শুনানির সময় নির্ধারণ করে আদেশ জারি করেন।

গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনামুল কবির ইমন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গত সোমবার হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন।আজ মঙ্গলবার সকালে রিট আবেদনকারী আইনজীবী নিজেই রিট আবেদনটি আদালতের নজরে এনে দ্রুত শুনানির আবেদন জানান।

ব্যারিস্টার আনামুল কবির ইমন বলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই দ্রুত শুনানি করা প্রয়োজন। এসময় আদালত বিকেল পৌনে ৪টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। কিন্তু বিকেলে শুনানির জন্য আইনজীবী উপস্থাপন করলে আদালত বুধবার সকাল ১১টা সময় নির্ধারণ করেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রিট আবেদনে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি আলজাজিরায় প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেইসবুকসহ সকল অনলাইন প্লাটফরম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

‘অল দ্যা প্রাইম মিনিস্টার মেন’ শিরোনামে গত পহেলা ফেব্রুয়ারি আলজাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরই মধ্যে এ প্রতিবেদন ভিত্তিহীন উল্লেখ করে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে থেকে পৃথক পৃথক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন মহল থেকেও প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এদিকে বাংলাদেশের সাংবাদিক মহল থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ বাংলাদেশে আলজাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এ অবস্থায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে বলে জানান তিনি।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12