মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

আরো ১৭১ জন চীনে আটকা রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

দূরবীণ নিউজ ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, চীনে আরো ১৭১ জন বাংলাদেশি দেশে ফিরতে চাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে কোনো পাইলট ও ক্রু চীন থেকে তাদের আনতে যেতে রাজি হচ্ছেন না।

শনিবার ( ৮ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশি আয়োজিত এক কনফারেন্স তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন থেকে আরও ১৭১ জন আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহের সঙ্গে আমরা সংবেদনশীল। আমরা আগে ৩১২ জনকে এনেছি। তাদেরকে আনতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। তারপরও সম্ভব হচ্ছে না।

বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছেন না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।’  ড. মোমেন আরো বলেন, ‘একমাত্র চাইনিজ চাটার্ড ফ্লাইটে তাদের আনা সম্ভব হতো। এক পর্যায়ে চীন রাজিও হয়েছিল। কিন্তু পরে তারা না করে দিয়েছে। আমরা তো কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, কোনো ক্রুও যেতে চাচ্ছেন না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করলেও তাদের আনতে পারছি না। চীনে আমাদের মিশনকে বলেছি, তারা চেষ্টা করছে। চীন চায় না করোনাভাইরাস তাদের দেশের বাইরে ছড়াক। সেখানে বাংলাদেশিদের চীন সরকার নিয়মিত খাওয়া-দাওয়া ও পানিসহ সব কিছু সরবরাহ করছে।’

তিনি বলেন, ‘এরপরও উহানে থাকা বাংলাদেশিদের খাওয়া-দাওয়ায় কোনো কষ্ট যেন না হয়, সে বিষয়টি আমরা দেখছি।’

এখন যারা আসতে চাচ্ছেন, তাদের জন্যও বাংলাদেশ সরকারের অনেক খরচ হয়েছে বলে দাবি করলেও পররাষ্ট্রমন্ত্রী জানাননি, চীন আটকে পড়াদের থাকা-খাওয়ার ব‌্যয় বহন করলেও বাংলাদেশের খরচটা ঠিক কোন খাতে হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12