শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁওস্থ আবহাওয়া অধিদপ্তরে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আবহাওয়া পূর্বাভাসের উপর নির্ভর করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত কার্যক্রমের পরিধি বৃদ্ধিকরণ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মধ্যে পার¯পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এর উপস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষে পরিচালক সামছুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর পক্ষে মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগে সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে এবং উভয় সংস্থার তুলনামূলক সুবিধা যোগানের মাধ্যমে উচ্চ গুণগত মানসম্পন্ন টেকসই উন্নয়নে অবদান রাখবে।

এছাড়াও, বাংলাদেশে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম/অর্থায়ন (এফএ/এফ) উদ্যোগ কার্যক্রম শক্তিশালীকরণে প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ সরকারের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের ঘূর্ণিঝড় ও বন্যা প্রবণ অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12