শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে: ওবায়দুল কাদের

দূরবীন নিউজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শেষ হয়েছে।
এর আগে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকাল ৫ টা পর্যন্ত বক্তব্য চলে। এর পর সম্মেলন মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।‌

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টার সময় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের কাউন্সিলর‌দের নি‌য়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নির্ধারিত হবে দলটির আগামী নেতৃত্ব।

দল‌টির সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে একাধিক ব্য‌ক্তির নাম আলোচনায় থাকলেও সদ্য বিদা‌য়ী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। ত‌বে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দল‌টির সভাপ‌তি ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

এর আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল তিনটার সময় সম্মেলনস্থ‌লে উপস্থিত হয় জাতীয় সংগীত পাঠ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন।

এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।

বাংলাদেশ আওয়ামী লীগের আহমদ রেজা নামের একজন কাউন্সিলর বলেন, আগামীর নেতৃত্বে কে আসছেন তা একমাত্র প্রধানমন্ত্রী জানেন। তিনি যাকে যোগ্য ও দলের জন্য উপযুক্ত মনে করবেন তার হাতে আগামীর নেতৃত্ব তুলে দিবেন।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের চাওয়া পাওয়া এবং নেতাকর্মীদের স্বপ্ন যাতে বাস্তব রূপ লাভ করতে পারে সেটাই প্রত্যাশা থাকবে আগামী’র নেতৃত্বের উপর।

দলটির সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এখন ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৬৭ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12