দূরবীণ নিউজ ডেস্ক :
ইতালির বিভিন্ন অফিস অদালত, শিল্পকার-খানা, দোকান পাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রায় ৪৫ লাখ মানুষ নিজ নিজ কাজে যোগদান করেছেন। অথচ বিশ্বের করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। প্রায় দুই মাস ঘরে অবস্থানের পর তাদের এ কাজে ফেরা। নির্মাণ শ্রমিকদের কাজের অনুমতি দেয়া হয়েছে। সেই সাথে আত্মীয়স্বজনও পুনরায় একসাথে মিলিত হতে পারছেন।
বন্ধু-বান্ধবদের এখনো একত্র হতে নিষেধ করা হয়েছে। অধিকাংশ দোকানপাট ১৮ মে পর্যন্ত বন্ধ থাকছে। আর স্কুল-কলেজ, সিনেমা হল এবং থিয়েটারগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধই থাকছে।
‘ফিরে আসতে পেরে ভালো লাগছে, তবে বিশ্ব বদলে গেছে’, রোমে একটি ছোট্ট খাবারের দোকানের শাটার তুলতে তুলতে বলছিলেন গিয়ানলুকা মারটুচি।
তিন বছর বয়সী নাতিকে নিয়ে রোমের বোরঘেস পার্কে হাঁটতে বের হওয়া মারিয়া এন্তোনিয়েটা গালুজ্জু বলছিলেন, গত আট সপ্তাহের মধ্যে তাদের প্রথম দেখা হলো।
ইতালির প্রধানমন্ত্রী গুসেপ কনটে বলেন, তার দেশ মহামারির কেন্দ্রবিন্দুতে ছিল। দেশটিতে ২৯ হাজারের বেশি মানুষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে। প্রতিদিন আক্রান্ত হয়েছে হাজারেরও অধিক মানুষ।
ইতালির পরিসংখ্যান ব্যুরো বলছে, তারা ধারণা করছেন, তাদের দেশের আরো প্রায় ১১ হাজার ৬০০ মানুষের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে যাদের টেস্ট করা যায়নি। অথবা তাদের চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
সোমবার ইতালির পাশাপাশি যুক্তরাষ্ট্রেও লকডাউন যথেষ্ট শিথিল করেছে। ওহিও ও অন্য আরো বেশ কিছু অঙ্গরাজ্য তাদের ব্যবসায়ীক কর্মকাণ্ড সহজতর করেছে। যদিও যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে প্রায় ১২ লাখ মানুষ এবং মারা গেছে ৬৮ হাজারের মতো।
এছাড়া স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফিনল্যান্ড, নাইজেরিয়া, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইসরাইল ও লেবাননও কারখানা, নির্মাণ কাজ, পার্কগুলো খুলে দিয়েছে। # সূত্র : রয়টার্স