দূরবীণ নিউজ প্রতিবেদক :
সরকার সীমিত সময়ের জন্যে ঈদুল ফিতরকে সামনে রেখে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে। তবে এজন্যে কিছু শর্ত পালন করতে হবে: দোকানপাট বিকাল পাঁচটার মধ্যে বন্ধ করে দিতে হবে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে হবে।
সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বড় বড় শপিং মলের ঢোকার সময় প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখতে হবে। শপিং মলে আসা যানবাহনকে জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়ানো হয়েছে। জরুরি সেবা দেয়াসহ দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।
ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন। # কাশেম