দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিশিষ্ট আইনজীবী আবেদ রাজা সোমবার (৪ মে) এক বিবৃতিতে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে ফিরে পাওয়ার স্বস্তি প্রকাশ করেন। তিনি একই সাথে কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
তিনি বিবৃতিতে টেংরাটিলা গ্যাস বিস্ফোরণে আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ে নাইকো কর্তৃক বাংলাদেশকে ৮,০০০ কোটি টাকার ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, বিস্ফোরণের পর পর আবেদ রাজার নেতৃত্বে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবানে ক্ষতিপূরণ আদায়ের জন্য ঢাকা থেকে টেংরাটিলা গ্যাসফিল্ডে দুই দিনব্যাপী লংমার্চ সম্পন্ন করা হয়েছিল ।
আবেদ রাজা করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন কমিটি ও তৎপরতার সমন্বয়হীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই মহাদুর্যোগ মানুষের মৃত্যুকে নিয়ে তামাশা বন্ধ ও চাল চোরদের ন্যায় চরম ধীকৃত আচরণ বন্ধ করে সমন্বিতভাবে সর্ব শক্তি নিয়োগের আহ্বান জানান । # প্রেস বিজ্ঞপ্তি ।