দূরবীণ নিউজ ডেস্ক :
কোভিড১৯ করোনা উপসর্গে নিয়ে রোববার বিকেলে আর্মি মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত কর্নেল ডাঃ মনিরুজ্জামান (Haematologist) ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদিকে গণমাধ্যমকে এই তথ্য জানান, অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম (অনারারী সচিব) বিসিপিএস। তিনি জানান, অধ্যাপক (কর্ণেল অবঃ) মোঃ মনিরুজ্জামান, কনসালটেন্ট, এপোলো হসপিটাল, ঢাকা (ফেলো ১০২৩, বিষয়ঃ হেমাটোলজি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩মে বিকাল সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেছেন । তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরো জানান, হাসপাতালে নেয়ার পথে ডাঃ মনিরুজ্জামান মারা যান। হাসপাতালে নেওয়ার পর করোনা পরীক্ষায় তাঁর কোভিড১৮ সনাক্ত হয়। তিনি ভীষণ ভালো একজন মানুষ ও খুবই নামকরা ডাক্তার ছিলেন। পরোপকারী ছিলেন।
ডাঃ মনিরুজ্জামান একসময় পার্বত্য চট্টগ্রামে ৩৪ ও ৮ ই বেঙ্গলের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার (আরএমও) ছিলেন। তিনি প্রচন্ড রকমের দানবীর মানুষ ছিলেন। জীবনে যা রোজগার করতেন তার সিংহভাগই তিনি গরীব অসহায় মানুষের পেছনে ব্যয় করতেন। তিনি অনেক অনেক গরীব, অসহায় ও দুস্থ মানুষের ভরনপোষনের ব্যবস্থা করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান (বিবাহিতা) রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। # সূত্র –ক্র্যাব ওয়েভসাইট ।