দূরবীণ নিউজ ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মৃতের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৪৮৮ জন। আক্রান্ত ৩৪ লাখ ২৬ হাজার ৩৮২ জন। সুস্থ ১০ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। গুরুতর অসুস্থ ৫১ হাজার ৬৫ জন। চিকিৎসাধীন ২০ লাখ ৯১ হাজার ৯৯৪ জন।
শনিবার (২ মে) রাত পৌনে ৯ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আমেরিকায় ১১ লাখ ৩৪ হাজার ৫৯ জন আক্রান্ত, মৃত্যু ৬৫ হাজার ৮৬ জন, সুস্থ্য হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭৮২ জন। ইতালীতে আক্রান্ত ২ লাখ ৭ হাজার ৪২৮ জন, মৃত্যু ২৮ হাজার ২৩৬ জন, সুস্থ হয়েছে ৭৮ হাজার ২৪৯ জন।
ব্রিটেন আক্রান্ত ১ লাখ ৭৭ হাজার ৪৫৪ জন, মৃত্যু ২৭ হাজার ৫১০ জন। ফ্রান্স আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৩৪৬ জন, মৃত্যু ২৪ হাজার ৫৯৪ জন। জার্মানী আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার ১৯৭ জন, মৃত্যু ৬ হাজার ৭৩৬ জন, সুস্থ ১ লাখ ২৯ হাজার।
আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন, মৃত্যু ১৭৫ জন, সুস্থ হয়েছে ১৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৫২ জন, নতুন মৃত্যু ৫ জন । #