দূরবীণ নিউজ প্রতিবেদক :
‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন নেতা হুমায়ুন কবীর খোকন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হুমায়ন কবির খোকন প্রচন্ড শ্বাস কষ্ট, কাশি ও জ্বরে ভোগছিলেন ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০ টা নাগাদ উত্তরা রিজেন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। চিকিৎসকদের সন্দেহ, খোকন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে, মৃত্যুর আগে তার কোভিড ১৯ টেস্ট করা হয়নি। তার অকাল মৃত্যুতে সাংবাদিক বন্ধুরা খুবই ভারাক্রান্ত ও শোকাহত।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে পরিবারের সদস্যদের।
রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাস কষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। হাসপাতালের একজন মেডিকেল অফিসার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাপিতলা গ্রামে । বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন । তিনি আগে আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত সাংবাদিকদের মন্তব্যে দেখা যায়, করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে আমাদের প্রাণ প্রিয় সাংবাদিক হুমায়ুন কবীর খোকন ভাই সোশ্যাল মিডিয়াতে ছিলেন সোচ্চার। গঠনমূলক দিক নির্দেশনা সম্বলিত পোস্ট তার ফেসবুকে। গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত ৩৫ টি পোস্ট দিয়েছিলেন। এসব পোস্টের মধ্যে ৪/৫ টি পোস্ট বাদ দিয়ে বাকি ৩০ টি পোস্ট দিয়েছেন করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে।
করোনা প্রতিরোধে কিভাবে হাত ধুতে হবে, মাস্ক ও পিপিই’র গুনগত মান, বিপদগ্রস্থদের ত্রাণ সহায়তা, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ, বাজারের হাজারো মানুষের ভীড়, আইইডিসিআরের প্রতিদিনের করোনার আপডেট তথ্য, মানুষকে ত্রাণ দেওয়ার অনুরোধ— ইত্যাদি পোস্ট তার ফেসবুক জুড়ে।
সময়ের আলো পত্রিকায় নগর সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি রিপোর্টারদের বলতেন, ” পাঠককে কিভাবে সচেতন করা যায়– সেসব রিপোর্ট সুন্দর করে লিখতে হবে। এখনআমরা সবাই বিপদে আছি। সবাইকে সাবধান করা দরকার।”
যাই হোক, মানুষকে সচেতন করতে করতে কখন যে করোনা ভাইরাস আমাদের খোকন ভাইকে পরাজিত করেছে, তা আমাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। #