আজাদ কালাম, দূরবীণ নিউজ :
প্রণাঘাতি করোনার হিংস্রতা বেড়েই চলছে। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও আঘাত হানছে করোনা ভাইরাস। এরমধ্যে
রাজধানী ঢাকায় ভয়াবহ আকার ধারণ করেছে।
খোঁজ নিয়ে যানা যায়, রাজধানীর পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালের ডাক্তার নার্সসহ ২৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ১০০ জনের উপরে স্যাম্পল পাঠিয়েছে। কিন্তু কতজনের করোনা পজিটিভ হয়েছে। সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে গোপনে গোপনে অনেকেই জেনেছেন করোনা পজিটিভের বিষয়টি। ডাক্তার নার্স সহ অনেকেই হাসপাতাল লকডাউন চাইলেও কর্তৃপক্ষ এ বিষয়ে গড়িমসি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যদি মুখে মুখে আক্রান্তে সংখ্যা ২৫ বলা হচ্ছে। কিন্তু বাস্তবে এর সংখ্যা আরো বেশি। কর্তৃপক্ষ অনেকের নাম গোপন করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা হাসপাতালের কর্মরত প্রায় বেশিরভাগ লোকই এই পরিস্থিতিতে হাসপাতাল লকডাউন চাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ম্যানেজার, ডাক্তার নার্সসহ ২৫ জন কর্মকর্তার আক্রান্তের বিষয় টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শেরে বাংলা নগর থানায় সব তথ্য দিয়ে এসেছি। আপনারা বাকী তথ্যগুলো সেখান থেকে জেনে নিবেন।
এদিকে করোনা পরিস্থিতিতে এই হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্টাফ এবং রোগীদের দ্রুত সুস্থতা এবং হাসপাতালটির সেবামূলক
স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো সতর্কতা প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। #